Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ হবে না । করোনা পরিস্থিতে দেশে চলছে মন্দ পরিস্থিতি। তাই শুন্য কোষাগারকে বাঁচাতে একাধিক পরিকল্পনার উল্লেখ করা হয়েছিল। তাই নিয়ে জল্পনা তৈরী হয়েছিল তাহলে কি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও রাশ টানতে চলেছে মোদি সরকার ? সব জল্পনা উড়িয়ে কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, সরকারি ক্ষেত্রে কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ হচ্ছে না।
শুক্রবার অর্থমন্ত্রকের নির্দেশিকা জারির পরই ধোঁয়াশা তৈরি হয় সরকারি নিয়োগ নিয়ে। যা উল্লেখ করে টুইট করে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেসরকারিকরণ থেকে বেকারত্ব নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এরপর সক্রিয় হয়ে কেন্দ্রের তরফে জানানো হয় সরকারি চাকরি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। UPSC, SSC, RRB-সহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ আগের মতোই চলবে।
গতকাল টুইট মারফত অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, করোনা মহামারীর সক্রমণের জেরে তৈরি মন্দা পরিস্থিতিতে অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি প্রকল্পগুলির জন্য অর্থের জোগান ধরা হবে। সেক্ষেত্রে প্রয়োজনে কিছু কম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বরাদ্দ অর্থে কাটছাঁট করা হবে। খরচ কমাতে এক্সপেন্ডিচর ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া কোনও মন্ত্রকে, দপ্তরে বা স্বায়ত্বশাসিত পরিষদগুলিতে নয়া সরকারি পদ তৈরি করা হবে না। তারপরই তৈরী হয় আতঙ্ক ও ধোঁয়াশা। খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দল গুলো। চাপের মুখে ফের টুইট করে সব গুজব ও জল্পনার অবসান করে কেন্দীয় অর্থ মন্ত্রক।
Highlights
1. সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ হবে না
2. টুইট করে সব গুজব ও জল্পনার অবসান করে কেন্দীয় অর্থ মন্ত্রক
#JOB #RRB #SSC #UPSC #GOVT