Bangla News Dunia, Pallab : সরকার বিরোধী আন্দোলনে জ্বলছে কেনিয়া (Kenya)। সোমবার সেখানে মৃত্যু হয়েছে ১১ জনের। গ্রেপ্তার বহু। দেশজুড়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। আন্দোলন রুখতে কড়া পদক্ষেপ করে পুলিশ (Police)।
১৯৯০ সালে কেনিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোইয়ের ‘স্বৈরাচারী’ শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি উঠেছিল। সেই আন্দোলনের স্মরণে প্রতি বছর ৭ জুলাই কেনিয়ার বিভিন্ন প্রান্তে জনসমাবেশ হয়। সোমবার তেমনই একটি সমাবেশে প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবি ওঠে। আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নাইরোবি (Nairobi)। আন্দোলন ঠেকাতে কাদানে গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। এরপরই গুলি চালানো হয় বলে অভিযোগ। এদিকে, পুলিশেরও দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৫২ জন পুলিশকর্মী আহত হয়েছেন।