সাত সকালে জোরাল ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি সহ বিস্তীর্ন এলাকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

earthquake

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর। বৃষ্টির মধ্যেই সকাল ৯টা ০৪ মিনিট নাগাদ ১০ সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রিখটার স্কেলে ৪.৪ মাত্রায় ভূমিকম্প হয়। বৃষ্টি, জল উপেক্ষা করে জীবন বাঁচাতে অফিস, বাড়ি থেকে বেরিয়ে আসেন লোকজন।

হরিয়ানার ঝজ্জর ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে। ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদও। এমনকি পঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন

পৃথিবীতে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি ক্রমাগত ঘুরতে থাকে। যখন এই প্লেটগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়, তখন প্লেটগুলি একে অপরের সঙ্গে ঘষে যায়। একটা আরেকটার উপর উঠে যায়। অথবা একটি আরেকটির থেকে দূরে সরে যায়। তখন মাটি কাঁপতে শুরু করে। একে ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প পরিমাপের জন্য, রিখটার স্কেল ব্যবহার করা হয়। যাকে রিখটার ম্যাগনিট্যুড স্কেল বলা হয়।

রিখটার স্কেলের মাত্রা ১ থেকে ৯ পর্যন্ত হয়। ভূমিকম্পের তীব্রতা তার কেন্দ্র অর্থাৎ উপকেন্দ্র থেকে পরিমাপ করা হয়। অর্থাৎ, সেই কেন্দ্র থেকে নির্গত শক্তি এই স্কেলে পরিমাপ করা হয়। ১ মানে কম তীব্রতার শক্তি নির্গত হয়। ৯ মানে সর্বোচ্চ। এটি খুবই ভয়াবহ এবং ধ্বংসাত্মক ওয়েভ। যদি রিখটার স্কেলে তীব্রতা ৭ হয়, তাহলে ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি শক্তিশালী কম্পন ঘটে।

আরও পড়ুন:- পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন