Bangla News Dunia, Pallab : মহাকুম্ভের (Maha Kumbh 2025) সাফল্য নিয়ে ভারতীয়দের ঐক্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায় (Lok Sabha) ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ভারতের জনগণ, বিশেষত উত্তরপ্রদেশ এবং প্রয়াগরাজকে মানুষজনকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
এদিন পবিত্র এই সমাগমের সাফল্য বর্ণনা করতে গিয়ে মোদি বলেন, ‘মহাকুম্ভের সফল আয়োজন যাঁদের জন্য সম্ভব হয়েছে, আমি সেই সকল দেশবাসীকে আমার প্রণাম জানাই। মহাকুম্ভের এই সাফল্য অসংখ্য অবদানের ফল। আমি ভারত, উত্তরপ্রদেশ এবং প্রয়াগরাজের জনগণকে ধন্যবাদ জানাই।’ তিনি আরো বলেন, ‘মহাকুম্ভ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের অভিজ্ঞতা প্রদান করেছে, যা আমাদের দেশের একটি বিশেষত্ব। ভারতের এই মহান শক্তিই দেখায় যে ঐক্যের চেতনা আমাদের মধ্যে গভীরভাবে প্রোথিত।’
এখানেই থামেননি প্রধানমন্ত্রী। মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে যারা সমালোচনা করেছিলেন, তাঁদের নিশানা করে মোদি বলেন, ‘সমগ্র বিশ্ব মহাকুম্ভের মাধ্যমে ভারতের শক্তি দেখেছে। মহাকুম্ভ নতুন সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে। সেই সঙ্গে আমাদের শক্তি নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাঁদেরও উপযুক্ত জবাব দিয়েছে।’ প্রধানমন্ত্রী এও উল্লেখ করেন যে, ভারতের ঐক্যের শক্তি এতটাই যে, তা এটিকে বিঘ্নিত করার সমস্ত প্রচেষ্টাকে ভেঙে দেয়। ভাষণ চলাকালীন মোদি জানান যে, সাম্প্রতিক মরিশাস সফরের তিনি সে দেশের গঙ্গা তলাওতে সঙ্গমের পবিত্র জল নিমজ্জিত করেছেন।
কিন্তু এদিন নিজের বক্তৃতায় মহাকুম্ভে পদপিষ্ঠ হয়ে মৃত্যুর নিয়ে কোনও কথা উল্লেখ করেননি মোদি। সেই প্রসঙ্গ তুলে সমালোচনা করতে ছাড়েনি বিরোধী দল কংগ্রেস। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী আসল ঘটনা এড়িয়ে গিয়েছেন। শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকারের প্রশংসাই করে গিয়েছেন মোদি। চলতি বছর ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে মহাকুম্ভ। সারা বিশ্বজুড়ে প্রায় ৬৬ কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে মহাকুম্ভে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন