গরমকালে সারাদিন AC ছাড়া থাকা কঠিন। কিন্তু এসি চালালেই কারেন্টের বিল বাড়ে! এমনটা ভাবার দরকার নেই। সঠিক পদ্ধতিতে এসি ব্যবহার করলে আপনার ইলেকট্রিক বিল ৩০% – ৪০% পর্যন্ত কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কীভাবে। আর একবার এই সম্পর্কে সকল তথ্য জেনে নিলে সকলের প্রতিমাসে বিদ্যুতের খরচ অনেকটাই কমে যাবে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?
সারাদিন এসি চালিয়ে কীভাবে কমাবেন বিদ্যুৎ বিল?
অনেকেই ঠান্ডা পাওয়ার আশায় এসি ২০ ডিগ্রি বা তার নিচে নামিয়ে দেন। এতে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। আদর্শ টেম্পারেচার রাখুন ২৪ – ২৬ ডিগ্রি সেলসিয়াসে। এতে আরামও পাবেন এবং বিলও বাড়বে না। সাধারণ এসি যতবার বন্ধ চালু হয়, ততবার বেশি বিদ্যুৎ খরচ করে। ইনভার্টার এসি এমনভাবে ডিজাইন করা যাতে তা নিরবিচারে চলে এবং কম বিদ্যুৎ খরচ করে।বিদ্যুৎ সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী, শব্দ কম হয় এই সকল অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে।
AC Using Tips in Summer
এসি চালু থাকা অবস্থায় ঘরের ঠান্ডা বাতাস যাতে বাইরে বেরিয়ে না যায়, সেই জন্য জানালা ও দরজা ভালোভাবে সিল করে রাখুন। তাতে এসি কম সময়ে ঘর ঠান্ডা করবে এবং কম সময়ে বন্ধ করা যাবে। এসি চালু থাকার সময় ছাদ ফ্যান চালালে ঠান্ডা বাতাস সঠিকভাবে সার্কুলেট হয়। এতে এসি বেশি ঠান্ডা করার প্রয়োজন পড়ে না। ফিল্টার নোংরা হলে এসির কার্য ক্ষমতা কমে এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তাই প্রতি মাসে অন্তত একবার এসির ফিল্টার পরিষ্কার করুন।
সূর্যের তাপ ঘরে ঢুকলে এসির উপর চাপ পড়ে বেশি ঠান্ডা করার জন্য, তাই ভারী ও হিট রেজিস্ট্যান্ট পর্দা ব্যবহার করুন।রুম ঠান্ডা থাকে, এসি কম কাজ করে, ঘরকে UV রশ্মি থেকে রক্ষা করে। যেই সব সময়ে ইলেকট্রিক লোড কম থাকে যেমন – রাত ১০ টার পর বা দুপুর ২ টা পর্যন্ত, তখন এসি ব্যবহার করলে অনেক সময়ে বিদ্যুৎ সংস্থা গুলো সস্তায় রেট দেয়।আজকাল অনেক অ্যাপ এবং স্মার্ট মিটার রয়েছে যার মাধ্যমে আপনি দিনে কত ইউনিট খরচ হচ্ছে, তা দেখতে পারেন। এর ফলে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় খরচ বেশি হচ্ছে।
গরম কালে আরাম দরকার, কিন্তু সেটা যেন বিল বাড়িয়ে কষ্ট না দেয়। উপরের টিপস গুলো ফলো করলে আপনি এসি চালিয়ে আরামও পাবেন, আবার বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে থাকবে। ছোট ছোট এই পরিবর্তন গুলো আপনার মাসিক খরচ অনেকটাই কমিয়ে দিতে পারে। এইভাবে AC সারাদিন চালালেও কম বিদ্যুতের বিল আসবে সকলের এবং অনেকটাই সাশ্রয় হবে।