Bangla News Dunia, দীনেশ : গাছে ঝুলে থাকা ওরাংওটাং-এর সঙ্গে খেলে বেড়াচ্ছেন দেশের প্রধানমন্ত্রী মোদি। এমনই দৃশ্য দেখা গেল গুজরাতের ভান্তারা প্রাণী সংরক্ষণ কেন্দ্রে। অনন্ত আম্বানির উদ্যোগে তৈরি ৩ হাজার ৫০০ একর জুড়ে ছড়িয়ে থাকা এই অত্যাধুনিক সংরক্ষণ কেন্দ্রটিতে রয়েছে ২,০০০-এরও বেশি প্রজাতির প্রায় দেড় লক্ষ বিপন্ন প্রাণী। আর নিজের গুজরাত সফরের তৃতীয় দিনে এই ভান্তারা প্রাণী সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন করার পাশাপাশি ঘুরেও দেখলেন মোদি। সেখানেই তিনি খেলায় মেতে ওঠেন গাছে ঝুলে থাকা ওরাংওটাং-এর সঙ্গে। খাবার খাওয়ান সিংহ ও সিংহের ছানাকেও। চিতাবাঘ এবং গন্ডার ছানাদেরকেও দেখতে যান তিনি। এই সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ওকাপির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। হিপোপটেমাস,কুমির,জেব্রা,শিম্পাঞ্জি প্রভৃতি প্রাণীর সঙ্গেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। এর পাশাপাশি একটি চিতাতাবাঘের অস্ত্রোপচারও দেখতে যান তিনি।
An effort like Vantara is truly commendable, a vibrant example of our centuries old ethos of protecting those we share our planet with. Here are some glimpses… pic.twitter.com/eiq74CSiWx
— Narendra Modi (@narendramodi) March 4, 2025
উল্লেখ্য, এই ভান্তারা সংরক্ষণ কেন্দ্রটি বিশ্বের বৃহত্তম প্রাণী উদ্ধার,পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র। এখানে রয়েছে, বিশ্বের বৃহত্তম চিতা সংরক্ষণ প্রকল্প,এশিয়াটিক সিংহ শাবক, ভারতীয় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র,স্টেট-অফ-দ্য-আর্ট নিওনেটাল কেয়ার সেন্টার,বিপন্ন ওকাপি সংরক্ষণ কেন্দ্র, আফ্রিকান সিংহ,হাইড্রোথেরাপি পুল, আহত প্রাণীদের জন্য বিশেষ যত্ন নেওয়ার ব্যবস্থা,উন্নত বন্যপ্রাণী গবেষণা ও রোগ নির্ণয় করার জন্য ল্যাবরেটরি,উন্নত মাল্টি-স্পেশালিটি ওয়াইল্ডলাইফ হাসপাতাল,বন্যপ্রাণীর জন্য বিশেষায়িত নিবিড় পরিচর্যা ইউনিট(ICU) এবং সারা বিশ্ব থেকে আগত পশুচিকিৎসকদের দল। আর রয়েছে প্রায় ২.৫ কোটি গাছ।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন