সুখবর! রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তে দু’টি বড় ব্যাঙ্কে সব লোনের EMI কমছে, বড় সিদ্ধান্ত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সম্প্রতি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর দেশের বিভিন্ন ব্যাঙ্ক ঋণের সুদের হার হ্রাস করেছে। এই সিদ্ধান্তের ফলে ঋণগ্রহীতাদের ইএমআই কিছুটা কমতে পারে, যা বর্তমান অর্থনৈতিক চাপে কিছুটা স্বস্তি দেবে।

ব্যাঙ্ক অফ বরোদার সুদের হার কমল

ব্যাঙ্ক অফ বরোডা (BoB) RBI-র সিদ্ধান্তকে তৎক্ষণাৎ অনুসরণ করে তাদের Repo Linked Lending Rate (RLLR) পুরো ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। এখন BoB-এর নতুন RLLR হবে ৮.১৫ শতাংশ, যা কার্যকর হয়েছে ৭ জুন থেকে। RBI-র বর্তমান রেপো রেট ৫.৫০ শতাংশে নামার পর এই হ্রাসব্যবস্থা কার্যকর করা হয়েছে। BoB-এর তরফে জানানো হয়েছে, এটি কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তের বাস্তব রূপায়ণ।

HDFC ব্যাঙ্কেরও সুদ কমানোর ঘোষণা

HDFC ব্যাঙ্কও ঋণের সুদের হারে পরিবর্তন এনেছে। তারা তাদের Marginal Cost of Funds-based Lending Rate (MCLR) ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে বিভিন্ন মেয়াদের ঋণের ক্ষেত্রে। ৭ জুন থেকে কার্যকর এই পরিবর্তনের ফলে এখন রাতারাতি এবং এক মাসের MCLR হবে ৮.৯০%। তিন মাসের MCLR দাঁড়াবে ৮.৯৫%।

ছয় মাস ও এক বছরের MCLR হবে ৯.০৫%

এই পরিবর্তন বিশেষভাবে উপকারে আসবে তাঁদের, যাঁদের ঋণ এই MCLR-এর সঙ্গে যুক্ত।

কেন এই সিদ্ধান্ত? বৃহত্তর প্রেক্ষাপট

RBI যে হারে রেপো রেট কমিয়েছে, তা বাজারের অনুমানের চেয়ে অনেকটাই বেশি। মূলত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এবং ব্যাঙ্কিং ব্যবস্থায় আরও তরলতা আনতেই এই পদক্ষেপ। শুধু রেপো রেট নয়, রিজার্ভ ব্যাঙ্ক তাদের নগদ জমা অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। এর ফলে বাজারে অতিরিক্ত ২.৫ লক্ষ কোটি টাকা প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারি ও এপ্রিল মাসেও RBI রেপো রেটে কাটছাঁট করেছিল। এবার আরও বড় পরিসরে এই সিদ্ধান্ত অর্থনীতিকে গতি দেওয়ার লক্ষ্যে নেওয়া হল।

ঋণগ্রহীতাদের জন্য সুসংবাদ

এই পরিবর্তনের ফলে গৃহঋণ, পার্সোনাল লোন বা অন্যান্য ঋণের EMI সামান্য কমতে পারে। জীবনযাত্রার ব্যয় বাড়ার সময়ে এটি সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর। বিশেষ করে যাঁরা BoB বা HDFC ব্যাংকের সঙ্গে ঋণ সংক্রান্ত লেনদেনে যুক্ত, তাঁদের জন্য এই রেট কমানো তাৎপর্যপূর্ণ।

আমানতকারীদের জন্য সতর্কবার্তা

যদিও ঋণের হারে কমানো গ্রাহকদের জন্য স্বস্তির, কিন্তু এর উল্টো দিকেও নজর দেওয়া জরুরি। ব্যাঙ্কগুলি এখন সুদের হার কমানোর ফলে, আমানতের (Fixed Deposit বা FD) উপর প্রাপ্ত সুদের হারও কমতে পারে। সেক্ষেত্রে সঞ্চয়কারীদের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন:- প্রতিদিন নির্যাতনের শিকার বাংলার 16 শিশু শ্রমিককে রাজকোট থেকে উদ্ধার।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন