সুনীতাদের উদ্ধার অভিযান কেন পিছিয়ে গেলো? NASA যা জানাচ্ছে, তা রীতিমতো চিন্তার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের উৎক্ষেপণ কেন্দ্র থেকে যখন স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উড়ানের শেষ প্রস্তুতি নিচ্ছিল, তখনও পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে মহাকাশে অপেক্ষমাণ সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের মনে আশা ছিল—অবশেষে তাঁরা ঘরে ফিরবেন। কিন্তু উড়ানের মাত্র এক ঘণ্টা আগে প্রযুক্তিগত সমস্যার কারণে মিশন স্থগিত করা হলে, তাঁদের সেই আশা আরও কিছুদিনের জন্য মুলতবি হয়ে গেল।

কেন বন্ধ হল উৎক্ষেপণ?
নাসা ও স্পেসএক্সের তথ্য অনুযায়ী, উৎক্ষেপণ কমপ্লেক্স ৩৯এ-তে ফ্যালকন ৯ রকেটের একটি গ্রাউন্ড সাপোর্ট ক্ল্যাম্প আর্ম-এর হাইড্রোলিক সিস্টেমে সমস্যা ধরা পড়ে। এই ক্ল্যাম্প আর্মটি রকেটটিকে উৎক্ষেপণের আগ পর্যন্ত স্থিতিশীলভাবে ধরে রাখে। সমস্যা ধরা পড়ার পর, নিরাপত্তার স্বার্থে উড়ান বাতিল করা হয়।

নাসা জানিয়েছে, ‘ড্রাগনের উড্ডয়নের পথে তীব্র বাতাস ও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ১৩ মার্চের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। এখন ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭:০৩ EDT (ভারতীয় সময়  সকাল ৪:৩৩) এর আগে পুনরায় উৎক্ষেপণের চেষ্টা করা যাবে না।’

আরও পড়ুন:- আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে? নতুন আধার কার্ড কিভাবে পাবেন? জেনে নিন

মহাকাশে এতদিন ধরে কেন বন্দি উইলিয়ামস ও উইলমোর?
সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর গত বছরের জুন মাসে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) গিয়েছিলেন। কিন্তু প্রযুক্তিগত জটিলতার কারণে তাঁদের মহাকাশযানটি পৃথিবীতে ফেরার উপযোগী ছিল না। সেই থেকেই তাঁরা অপেক্ষায় রয়েছেন নতুন উদ্ধার মিশনের জন্য।

নাসা তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্পেসএক্সের ক্রু-১০ মিশন চালু করেছিল। এই মিশনে নতুন নভোচারীদের আইএসএসে পাঠানোর পর উইলিয়ামস ও উইলমোর ফিরে আসবেন। কিন্তু উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় তাঁদের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

‘আমরা ফিরে যাব, তবে কবে?’
প্রায় নমাস ধরে ভেসে বেড়ানো এই দুই নভোচারী তাঁদের স্বজনদের কাছে ফেরার জন্য দিন গুনছেন। উইলিয়ামস একবার বলেছিলেন, ‘আমাদের জন্য এটা যেন এক রোলার কোস্টার! আমরা এখানে আটকে আছি, তবে আমরা জানি, একদিন ঠিক ফিরব।’

তবে সেই দিনটা ঠিক কবে, তা এখনো নিশ্চিত নয়। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে ১৭ মার্চের মধ্যে উইলিয়ামস ও উইলমোর পৃথিবীতে ফিরতে পারবেন। কিন্তু তাঁদের এই অনিশ্চয়তার দিনগুলো ক্রমশ দীর্ঘ হয়ে যাচ্ছে।

মহাকাশ অভিযানে সাফল্য ও ব্যর্থতা দুই-ই থাকে। কিন্তু এই ব্যর্থতার মাঝেও সবার একটাই প্রার্থনা—সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর যেন নিরাপদে পৃথিবীর মাটিতে ফিরে আসেন, আর তাঁদের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে।

আরও পড়ুন:- ই শ্রম কার্ডে প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, কিভাবে অনলাইন আবেদন করবেন জানুন

আরও পড়ুন:- সুখবর! ডায়েবেটিস রোগীরা ৯০% কম দামে ওষুধ পাবেন এবার, বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন