Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রক্ত পরীক্ষার নামে ভয়ে কুঁকড়ে যাওয়ার দিন বুঝি এবার শেষ হল ৷ সূচ না-ফুটিয়েই রক্তের নানারকম পরীক্ষা থেকে শুরু করে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মিলবে ৷ এই অত্যাধুনিক প্রযুক্তির নেপথ্যে রয়েছে কৃত্রিম মেধা বা এআই কেরামতি ৷ শুধু মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকালেই শরীরের খুঁটিনাটি অবস্থার হদিশ দিয়ে দেবে স্ক্রিন ৷ শরীরে বাইরে থেকে সূচ বা অন্য কোনও যন্ত্রের ছোঁয়ানো ছাড়াই দেহের হালহকিকত জানা যাবে ৷
ভারতে এই প্রথম এমন অসম্ভব সম্ভব হয়েছে তেলেঙ্গানার হায়দরাবাদে একটি সরকারি হাসপাতালে ৷ অমৃত স্বাস্থ্য ভারত প্রোগ্রামের অধীনে এআই-নির্ভর চিকিৎসার যন্ত্র দিয়ে রক্ত পরীক্ষা করা হয়েছে ৷ ফোটো প্লেথিসমোগ্রাফি (পিপিজি) প্রযুক্তিতে শুধু একজনের মুখ স্ক্যান করেই শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা গিয়েছে ৷ শরীরে সূচ ফোটানোর দরকারই পড়েনি ৷
আরও পড়ুন:- পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা ? কারণ জানতে বিস্তারিত পড়ুন
সোমবার এই এআই-নির্ভর যন্ত্রের সূচনা করেন নিলোফার হাসপাতালের সুপার ডাঃ রবি কুমার ৷ তাঁর সঙ্গে ছিলেন ডাঃ লালু প্রসাদ রাঠোর, ডাঃ বিজয়কুমার এবং ডাঃ মাধবী ৷ এই রক্ত পরীক্ষার পদ্ধতিটি সরল এবং শরীরের কোনও ক্ষতির আশঙ্কা নেই বলে জানা গিয়েছে ৷
রোগীকে শুধু একটি মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকাতে হবে ৷ কয়েক মিনিটের মধ্যে ওই স্ক্রিন রোগীর রক্তচাপ (বিপি), শরীরে অক্সিজেনের পরিমাণ (এসপিও2), হার্টবিট, নিঃশ্বাস-প্রশ্বাসের হার, মানসিক চাপের স্তর, হিমোগ্লোবিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির তথ্য শনাক্ত করে ফেলবে ৷ এই মোবাইল ফোনের সঙ্গে পিপিজি যন্ত্র যুক্ত করা থাকে ৷
ডাঃ রবি কুমার বলেন, “আগামী দু’মাসে এই যন্ত্রের সাহায্যে এক হাজার শিশুর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে ৷ এই পরীক্ষার ডেটা খুব ভালোভাবে পর্যালোচনা করা হবে ৷ প্রত্যাশিত ফলাফল পেলে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতেও এই যন্ত্রটি অনুমোদন করা হবে ৷” চিরাচরিত প্রথায় বাইরে গিয়ে এই অত্যাধুনিক প্রযুক্তিতে কোনও ব্যথা ছাড়া দ্রুত এবং কার্যকরী রক্ত পরীক্ষা সম্ভব ৷
আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন