সেনার গোপন খবর পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেফতার দুই গুপ্তচর, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় সেনার গতিবিধি সম্পর্কে গোপন খবরাখবর পাচারের অভিযোগে দুই গুপ্তচরকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, দিল্লিতে কর্মরত পাক-হাইকমিশনের এক আধিকারিক মোটা টাকা দিয়ে এই তথ্য সংগ্রহ করেছেন টাকার লেনদেন হয়েছে ডিজিটাল মাধ্যমে ৷

পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে একজনকে গ্রেফতার করা হয় ৷ তার থেকে পাওয়া তথ্যের সাহায্যে দ্বিতীয় ব্যক্তির খোঁজ মেলে ৷ এই দুই গুপ্তচর ওই পাক-আধিকারিককে কী কী তথ্য পাচার করেছেন তা জানার চেষ্টা শুরু হয়েছে ৷

এক্স হ্যান্ডেলের পোস্টে পঞ্জাব পুলিশের ডিজি লিখেছেন, ” এ দেশে থেকে যারা পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করে তাদের ধরার ক্ষেত্রে এই অপারেশন বিরাট ভূমিকা নেবে বলে আমি মনে করি ৷ ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজও আরও ভালোভাবে করা যাবে ৷” দীর্ঘ পোস্টে তিনি আরও লেখেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গোপন খবর পাচার করার বিনিময়ে এই দুই ব্যক্তি ডিজিটাল মাধ্যমে টাকা পেত ৷ পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগও ছিল ৷ তাছাড়া এই দু’জনের মাধ্যমেই অন্য গুপ্তচরদের টাকা পাঠানো হত পাকিস্তান থেকে ৷ ওই দু’জনের থেকে দুটি মোবাইল উদ্ধার হয়েছে ৷ এফআইআরও দায়ের হয়েছে ৷ ” সমস্ত প্রোটোকল মেনে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ কোথা থেকে কীভাবে তাদের কাছে টাকা এসে পৌঁছত সেটা সবথেকে আগে জানা দরকার বলে মনে করছে পুলিশ ৷ পাশাপাশি সেই টাকা আর কাদের কাদের কাছে গিয়েছে তাও জানতে চায় পুলিশ ৷

ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতা হলেও ইসলামাবাদ কী করবে তা নিয়ে সংশয় আছে ৷ সমঝোতা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ভারতে ড্রোন হামলা করেছে ৷ এমনই আবহে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই গপ্তচরের গ্রেফতার হওয়া অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:- রাজ্যে সামাজিক সুরক্ষা যোজনায় উপকৃত ৩৫ লক্ষ মানুষ । কি কি সুবিধা, কিভাবে আবেদন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন