Bangla News Dunia, Pallab : ভারতের টেলিকম দুনিয়ায় এখন এমনিতেই প্রতিযোগিতা তুঙ্গে। একদিকে এয়ারটেল এবং Vi তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে যাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একের পর এক চমক নিয়ে আসছে। এবার জিও এমন একটি অফার নিয়ে এসেছে, যা সত্যিই ভাবার বাইরে। মাত্র ১০০ টাকা খরচ করেই আপনি পাবেন ২৯৯ টাকার মতো সুবিধা। তাও আবার Jio Hotstar সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?
কী রয়েছে জিওর এই নতুন অফারে?
রিলায়েন্স জিও সম্প্রতি জানিয়েছে, তাদের নতুন ১০০ টাকার প্রিপেইড ডেটা অ্যাড-অন প্ল্যানে মিলবে ৯০ দিনের ভ্যালিডিটি ও মোট ৫ জিবি ডেটা। এর পাশাপাশি ফ্রী Jio Hotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। সবথেকে বড় ব্যাপার, স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভিতেও এই পরিষেবা উপভোগ করতে পারবেন।
তাই শুধু বিনোদনের জন্য যারা বাজেট ফ্রেন্ডলি প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একদম সেরা বিকল্প। কারণ মাত্র ১০০ টাকাতেই সিনেমা, স্পোর্টস, ওয়েব সিরিজ সবকিছুই একসঙ্গে মিলছে এই প্ল্যানে।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের