Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেষ ট্রেডিং সেশনে কম পরিমাণে হলেও বেড়েছে সেনসেক্স, নিফটি৫০-র গ্রাফ। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ২৫৯ পয়েন্ট বেড়ে রয়েছে ৮০ হাজার ৫০১ পয়েন্টে। অন্য দিকে নিফটি৫০ মাত্র ১২.৫০ পয়েন্ট বেড়ে রয়েছে ২৪ হাজার ৩৪৬ পয়েন্টে। সোমবারও এই বৃদ্ধির ধারা বজায় থাকতে পারে দেশের শেয়ার বাজারে। সোমবার এশিয়ার বাজারগুলির পথচলা শুরু হয়েছে পজ়িটিভ নোটে। সেই সঙ্গে গিফ্ট নিফটি ০.৪৭ শতাংশ বা ১১৪ পয়েন্টে বেড়েছে সোমবার। তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন দালাল স্ট্রিটেও সপ্তাহের শুরুতে স্টক এক্সচেঞ্জের সূচকগুলির যাত্রা শুরু হতে পারে পজ়িটিভে। এই পরিস্থিতিতে কোন কোন স্টকে লগ্নির পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন, দেখে নিন।
কারট্রেড টেক লিমিটেড: গাড়ি কেনাবেচার এই অনলাইন প্ল্যাটফর্মের স্টকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। শেষ ট্রেডিং সেশনে ৩.৪৪ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৭৬৩ টাকা। গত এক মাসে ২০ শতাংশের বেশি দাম বেড়েছে এই স্টকের। এর টার্গেট প্রাইস ১ হাজার ৯০০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৭০০ টাকা।
এনএইচপিসি লিমিটেড: এই পাবলিক সেক্টর হাইড্রোপাওয়ার কোম্পানির স্টকেও নজর রাখতে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। শর্ট টার্ম অ্যানালিসিসে বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন রয়েছে এই সংস্থার শেয়ারে। শেষ ট্রেডিং সেশনে ২.৭২ শতাংশ বেড়ে এই স্টকের দাম এখন ৮৫ টাকা। এর টার্গেট প্রাইস ৯১ টাকা এবং স্টপ লস ৮৩ টাকা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: শনিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারের ফিনান্সিয়াল রেজ়াল্ট প্রকাশ করেছে। সেখানে সংস্থার নেট প্রফিট কমলেও নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে। ফিনান্সিয়াল রেজ়াল্টের পর সোমবার নজরে থাকবে এসবিআই-এর স্টকও। শেষ ট্রেডিং সেশনে ১.৪১ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৮০০ টাকা। এর টার্গেট প্রাইস ৮০০ টাকা এবং স্টপ লস ৭৮৫ টাকা।
চম্বল ফার্টিলাইজ়ার অ্যান্ড কেমিক্যালস: এই সংস্থার স্টকের দাম শেষ ট্রেডিং সেশনে ০.৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৯৫ টাকা। গত এক মাসে ১৩.৪১ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। এর টার্গেট প্রাইস ৭১৫ টাকা এবং স্টপ লস ৬৮৫ টাকা।
এনসিসি লিমিটেড: এই কনস্ট্রাকশন কোম্পানির শেয়ারও নজর রাখতে পারেন সোমবার। শেষ ট্রেডিং সেশনে ২.৪৫ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ২১৭ টাকা। এর টার্গেট প্রাইস ২৩০ টাকা এবং স্টপ লস ২১২ টাকা।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- ১ লক্ষ ফুট উচ্চতায় বেলুন ওড়াল নাসা, কারণটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন
আরও পড়ুন:- শিশুদের হেলথ ড্রিঙ্কস খাওয়ানো কি ভাল? জানুন কী বলছেন ডাক্তাররা