সোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক মন্তব্য, ভারতে নিষিদ্ধ বিলাওয়াল-ইমরানের এক্স অ্যাকাউন্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

imran khan

Bangla News Dunia, Pallab : পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের এক্স অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হল।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাক যোগের যে অতীত ইতিহাস রয়েছে, তা সম্প্রতি স্বীকার করে নিয়েছেন বিলাওয়াল। জঙ্গি সংগঠনগুলিকে সমর্থন এবং আর্থিকভাবে মদতের কথা প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ স্বীকারের পরপরই ওই বিবৃতি দিয়েছিলেন বিলাওয়াল। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানা উসকানিমূলক মন্তব্য করেছেন তিনি। ভারত সিন্ধু জলচুক্তি বাতিলের পর বিলাওয়ালের মন্তব্য ছিল, ‘সিন্ধু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত।’ সম্প্রতি বিলাওয়াল বলেন, ‘হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি।’

এসব উসকানিমূলক মন্তব্যের কারণেই তাঁর এক্স অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, বিলাওয়ালের পাশাপাশি কোপ পড়েছে ইমরান খানের ওপরও। তাঁর অ্যাকাউন্ট থেকেও হিংসাত্মক মন্তব্য ও ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। সেকারণেই দুজনের এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করেছে ভারত সরকার

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন