Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মূল্যবৃদ্ধির জেরে ফের মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মাথাপিছু বরাদ্দ যথাক্রমে 59 পয়সা ও 88 পয়সা করে বাড়ানো হয়েছে। তবে এই সামান্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামহলের কিছু অংশ। তাঁদের দাবি, বর্তমান বাজারদরে এই বরাদ্দে পুষ্টিকর খাবার দেওয়া কার্যত অসম্ভব। আরও কিছুটা বৃদ্ধির প্রয়োজন ছিল।
2024 সালের নভেম্বর মাসে শেষবার মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়ে প্রাথমিক স্তরে মাথাপিছু বরাদ্দ ছিল 6 টাকা 19 পয়সা এবং উচ্চপ্রাথমিক স্তরে 9 টাকা 29 পয়সা। চলতি বছরে তা বেড়ে দাঁড়াল যথাক্রমে 6 টাকা 78 পয়সা ও 10 টাকা 17 পয়সা।
মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের ৷
এই সিদ্ধান্তে খুশি নন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তাঁর কথায়, “বর্তমান অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলের রান্নার খরচের বরাদ্দ কিছুটা বাড়ালেও, এই অর্থমূল্যে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়।” তাঁর দাবি, প্রাথমিক স্তরে মাথাপিছু বরাদ্দ কমপক্ষে 10 টাকা এবং উচ্চপ্রাথমিক স্তরে 15 টাকা হওয়া উচিত।
স্কুলের মিড ডে মিল নিয়ে কেন্দ্রের ঘোষণা৷
অন্যদিকে, কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তবে তিনিও মনে করেন, পড়ুয়াদের যথাযথ পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন।
শুধু শিক্ষার্থীদের খাবার নয়, মিড-ডে মিলের সঙ্গে যুক্ত রাঁধুনিদের ভাতা বৃদ্ধির দাবিও জোরালো হয়েছে। বেশ কয়েকটি শিক্ষক সংগঠন ইতিমধ্যেই এই দাবিতে সরব হয়েছে। তাঁদের মতে, মিড ডে মিলে পুষ্টিকর খাবারের জন্য যেমন বরাদ্দ বাড়ানো প্রয়োজন তেমনই যাঁরা রান্নার দায়িত্বে রয়েছেন সেই কর্মীদের ভাতাও বাড়ানো দরকার।
আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না