Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উত্তর প্রদেশের আধাসামরিক বাহিনী, প্রাদেশিক আর্মড কনস্টাবুলারি (PAC)-এর ৪৪তম ব্যাটালিয়নের এক জওয়ানের অদ্ভুত ব্যাখ্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেরিতে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই জওয়ান দাবি করেছেন, তিনি রাতে ঘুমাতে পারেন না, কারণ স্বপ্নে তাঁর স্ত্রী তাঁর বুকের ওপর বসে রক্ত পান করতে চান!
কী ঘটেছে?
সূত্রের খবর, PAC-এর ওই জওয়ানকে কাজে অবহেলার জন্য একটি নোটিশ জারি করা হয়। এতে তাঁকে সময়মতো কাজে না আসার কারণ জানতে চাওয়া হয়। সেই নোটিশের উত্তরে জওয়ান লেখেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি রাতে ঘুমাতে পারেন না। তাঁর স্ত্রী স্বপ্নে এসে তাঁকে খুন করে রক্ত পান করতে চান!
নোটিশের বিষয়বস্তু
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জারি হওয়া ওই নোটিশে বলা হয়, কেন তিনি আগের দিন সকাল ৯টার ডিউটি ব্রিফিংয়ে দেরিতে পৌঁছেছিলেন, কেন দাড়ি কামাননি এবং কেন অনুপযুক্ত পোশাক পরেছিলেন—এসবের ব্যাখ্যা দিতে হবে। তাছাড়া, তিনি বারবার দেরি করে আসছেন এবং শৃঙ্খলা ভঙ্গ করছেন বলেও অভিযোগ আনা হয়।
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
জওয়ানের আবেগঘন উত্তর
উত্তরে তিনি জানান— তাঁর স্ত্রী ও তাঁর মধ্যে গুরুতর সমস্যা চলছে। স্বপ্নে দেখা যায়, স্ত্রী তাঁর বুকের উপর বসে রক্ত পান করছেন। এই ভয়াবহ অভিজ্ঞতার কারণে তিনি ঘুমাতে পারছেন না। তিনি বিষণ্ণতায় ভুগছেন এবং ওষুধ নিচ্ছেন। তাঁর মা স্নায়ুর সমস্যায় আক্রান্ত, যা তাঁকে আরও মানসিকভাবে বিপর্যস্ত করছে। হতাশার কারণে তিনি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং মুক্তি চান।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
৪৪তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সত্যেন্দ্র প্যাটেল জানিয়েছেন, তাঁরা বিষয়টি তদন্ত করছেন। তিনি বলেন, ‘এই কর্মীর মানসিক সমস্যার গভীরে যাওয়া হবে। কাউন্সেলিং এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।’
আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে
আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন