স্মার্ট মিটার লাগালে বিদ্যুৎ বিল দ্বিগুণ ! বাধ্যতামূলক কি স্মার্ট মিটার ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

west-bengal-electricity-bill

Bangla News Dunia, Pallab : রাজ্যে চালু হচ্ছে স্মার্ট মিটার, আর এই স্মার্ট মিটার নিয়ে তৈরি হয়েছে ঝামেলা। এই স্মার্ট মিটার চালু হওয়ায় রাজ্যে বিদ্যুতের খরচ এক লাফে বেড়ে যাচ্ছে বলে অভিযোগ তুলছেন বহু গ্রাহক। কেউ বলছেন আগে ৫০০ টাকার বিল আসতো, এখন সেটা দাঁড়াচ্ছে ১২০০ টাকায়! এই পরিস্থিতির কেন্দ্রে রয়েছে স্মার্ট মিটার (Smart Meter)

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

পশ্চিমবঙ্গের নৈহাটি, দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, বাঁকুড়া সহ একাধিক জায়গা থেকে আসছে একটাই অভিযোগ—“স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল বেড়েছে, অথচ ব্যবহার বাড়েনি।” আর এই স্মার্ট মিটারে রয়েছে বহু সমস্যা। যদি কারো রিচার্জ শেষ হয়ে যায় তাহলে মাঝরাতেও বিদুৎ চলে যেতে পারে।

 স্মার্ট মিটার কী? প্রিপেইড ব্যবস্থার সুবিধা না অসুবিধা?

স্মার্ট মিটার হল একটি আধুনিক প্রিপেইড ইলেকট্রিক মিটার। এটি মোবাইল ফোনের রিচার্জের মতো কাজ করে—আগে টাকা রিচার্জ করতে হবে, তবেই মিলবে বিদ্যুৎ পরিষেবা। টাকা শেষ হলে বিদুৎ পরিষেবা পাওয়া যাবে না।

এছাড়াও, এই মিটার প্রতি ঘণ্টায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ সরাসরি বিদ্যুৎ দপ্তরে পাঠিয়ে দেয়, ফলে কারচুপি বা বিদ্যুৎ চুরি ধরা পড়ে সহজেই।

বিদ্যুৎ দপ্তরের মতে, এই স্মার্ট মিটার বসানোর প্রধান লক্ষ্য হলো ডিজিটালাইজেশন এবং বিদ্যুৎ চুরি রোধ। তবে সাধারণ মানুষের জন্য এটি একটি সমস্যার কারণ হয়ে দাড়িয়ে।

আরো পড়ুন : ২০২৬-এ বাংলা-তামিলনাড়ু দখল নেবো, হুঙ্কার অমিত শাহ- র

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন