হরমোনের ভারসাম্য রক্ষায় সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia, Pallab : হরমোনের ভারসাম্য রক্ষায় হোমিওপ্যাথি  ——

আমাদের দেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় । এরপর তা রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া-কলাপ নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !

প্রধান প্রধান হরমোন গুলো হলো –
১! থাইরক্সিন
২! ইস্ট্রোজেন
৩! প্রোজেস্টেরন
৪! টেস্টোস্টেরন

এইসব হরমোনের ক্ষরণ স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে দেহে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়।

মহিলাদের দেহে সৃষ্ট সমস্যা :

i) অনিয়মিত মাসিক
ii) ব্রণ
iii) মুখমন্ডলে চুল গজানো
iv) বন্ধ্যাত্ব
v) প্রিমিনস্ট্রুয়াল সিনড্রোম
v) মেনোপজাল সিনড্রোম, ইত্যাদি

পুরুষদের দেহে সৃষ্ট সমস্যা :
i) উত্থানের সমস্যা
i) বন্ধ্যাত্ব
iii) যৌন দুর্বলতা
iv) স্তন বড় হওয়া (Gynecomastia)
v) বিষন্নতা
vi) পেশীর শক্তি হ্রাস
vii) হাড়ের ঘনত্ব কমে যাওয়া
viii) চুল পড়ে যাওয়া
ix) শারীরিক শক্তি কমে যাওয়া , ইত্যাদি

আরও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

হোমিওপ্যাথিক চিকিৎসায় দেহে হরমোনের বিশৃংখলা দূর হয় । এর জন্য প্রচুর সংখ্যক মানসম্মত ঔষধ রয়েছে। যেমন – Acid phos, Agnus cast, caladium, calcarea carb, Cistus can, conium, Ignatia, Iodium, Lachesis, Lycopodium, Natrum mure, Nuphar luteum, Pulsatilla, Selenium, Sepia ইত্যাদি।

যোগ্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর মানসিক, সার্বদৈহিক ও আঙ্গিক লক্ষণ পর্যবেক্ষণ করে তার জন্য সঠিক ঔষধ নির্বাচন করে সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করেন।

আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে

আরো পড়ুন : কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে কারা লাইনে আছেন, দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন