Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্টের নির্দেশ সম্পূর্ণ রূপে কার্যকর করেনি এসএসসি। এই কারণে মঙ্গলবার ভরা এজলাসে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি)-এর চেয়ারম্যান-সহ অন্য আধিকারিকদের তিরস্কার করল ডিভিশন বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। এদিন বিচারপতিরা স্পষ্ট করে জানিয়ে দেন, আগামী দিনে হাইকোর্টের নির্দেশকে অমান্য করলে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
জানা গিয়েছে, আগেই কাউন্সেলিংয়ের মাধ্যমে আপার প্রাইমারিতে ১৫ হাজার পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, এসএসসি হাইকোর্টের সেই নির্দেশ সম্পূর্ণ রূপে পালন করেনি বলে অভিযোগ। এই মর্মেই আদালতে মামলা রুজু করেন এক চাকরিপ্রার্থী। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকরা। মামলার শুনানি চলাকালীনই এসএসসি-র আচরণে কড়া ভাষায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত।
এদিন এসএসসি-র আইনজীবী আদালতকে জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই ৯,০০০-এর বেশি পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়েছে। কিন্তু, বাকি ৬ হাজার পদে নিয়োগ সংক্রান্ত সুপারিশ করা যায়নি। কারণ, সেটা করলে অনুপাত বা রেশিও ঠিক রাখা যাচ্ছে না। এই যুক্তি যদিও আদালতে ধোপে টেকেনি। উলটে ডিভিশন বেঞ্চ একের পর এক কড়া মন্তব্য করেছে। বিচারপতিরা বলেন, ‘কোনও অজুহাত দেখাবেন না। কেন কার্যকর হয়নি নির্দেশ? তা হলে কীভাবে কাউন্সেলিং করলেন? আপনার কী ক্ষমতা রয়েছে, জানার দরকার নেই। আদালতের নির্দেশ পালন করতে হবে। প্রয়োজনে এখান থেকেই আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশ দেব।’
এরপরই আদালত ডেপুটি শেরিফকে ডেকে পাঠায়। বিপাকে পড়ে এসএসসি-র আইনজীবী বিচারপতিদের বলেন, ‘আমাদের কথা শুনুন।’ প্রত্যুত্তরে বিচারপতি চক্রবর্তী বলেন, ‘এত দিন গেল, নির্দেশ কার্যকর হয়নি কেন?’ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ মে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য