হাইকোর্টে কার্তিক মহারাজ, মহিলাকে ধর্ষণকাণ্ডে এফআইআর খারিজের দাবি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : চাকরিতে বহাল রাখার প্রতিশ্রুতি দিয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিযুক্ত সন্ন্যাসী। মহিলার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাঁকে তলব করেছিল নবগ্রাম থানার পুলিশ। থানায় হাজিরা না দিয়ে তিনি হাইকোর্টে আবেদন করেছেন এফআইআর খারিজের। মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মহারাজের পুলিশি তলবে হাজিরার ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন : কে হচ্ছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ? জানা যাবে চলতি সপ্তাহে

গত ২৮ জুন কার্তিক মহারাজের বিরুদ্ধে মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। মহিলার অভিযোগ, সন্ন্যাসী চাকরিতে বহাল রাখার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছেন আশ্রমে। এমনকী তাঁর গর্ভপাতও করেছেন মহারাজ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নবগ্রাম থানার পুলিশ। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক মহারাজকে তলব করে পুলিশ। এই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, আমি একজন সন্ন্যাসী। আমি জানি সত্যের জয় হবেই। যদিও অভিযোগকারিনী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে অভিযোগ দায়ের করতে সহযোগিতা করেছেন আইপ্যাক ও তৃণমূল নেতারা।

এদিকে নবগ্রাম থানায় হাজিরা না দিয়ে কার্তিক মহারাজ দ্বারস্থ হয়েছেন সরাসরি কলকাতা হাইকোর্টে। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে বলেন, রাজ্যে সাধু সন্তরা অনাচারের প্রতিবাদ করলেই তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে অভিযোগ দায়ের হয়েছে তা সর্বৈব মিথ্যা। তা খারিজ করুক আদালত। মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে মহারাজের পুলিশি হাজিরায় স্থগিতাদেশ জারি করেছেন তিনি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন