হারের মুখে দাঁড়িয়ে যুদ্ধ বিরাম চাইল পাকিস্তান ! সায় দেবে ভারত ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অবশেষে সংঘর্ষ বিরতি ভারত ও পাকিস্তানের। শনিবার দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস-এর (DGMO) কথা হয়েছে বলে জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। দুই দেশের আলোচনার মাধ্যমে আপাতত সংঘর্ষ বিরতিতে সিলমোহর। শনিবার বিকেল পাঁচটা থেকে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়। ১২ মে পরবর্তী আলোচনা।

আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন

এর ঠিক আগেই ভারত-পাকিস্তানের তীব্র সংঘাতের আবহে বড় দাবি ডোনাল্ড ট্রাম্পের। ভারত ও পাকিস্তান সংঘাত কমাতে এবং পুরোদস্তর সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে দাবি ট্রাম্পের।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন