হিংসায় বিধ্বস্ত সামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী, বিডিও অফিসে কথা ক্ষতিগ্রস্তদের সঙ্গে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর, সুতি। হিংসার ঘটনার পর মঙ্গলবার সামশেরগঞ্জে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সামশেরগঞ্জ বিডিও অফিসে তিনি হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন। আশ্বাস দিয়েছেন সহযোগিতার। হিংসায় ইন্ধনে বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?

সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্ত হয়েছে উঠেছিল মুর্শিদাবাদ। বিশেষ করে সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরে হিংসা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল। হিন্দুদের বাড়ি-মন্দির ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু এলাকায়। সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। হিংসা মোকাবিলায় শুরু থেকে পুলিশ কড়া ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ বিরোধীদের। যদিও পুলিশের দাবি, হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে। অপরাধীদের ধরা হয়েছে।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন