Bangla News Dunia, Pallab : ক্যালিফোর্নিয়ার (California) হিন্দু মন্দিরে (Hindu temple) ভাঙচুর চালানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিয়ে পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে আমেরিকায় আরও একটি হিন্দু মন্দিরে হামলা চালানো হল। এই ঘটনা সামনে আসতেই কড়া ভাষায় নিন্দা করেছে ভারত।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
শনিবার ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত স্বামীনারায়ণ হিন্দু মন্দিরে ভাঙচুর (Vandalism) চালানো হয়েছে। সেই সঙ্গে মন্দিরের দেওয়ালজুড়ে ভারতবিরোধী মন্তব্য (Anti-India graffiti) লিখে রাখা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে রবিবার সকালে একটি বিবৃতি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। তাতে বলা হয়েছে, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুর এবং হামলার খবর পেয়েছি। এই ধরনের জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি স্থানীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে। সেই সঙ্গে প্রার্থনাস্থলগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হচ্ছে।’
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
এই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষও। রবিবার এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়, ‘এবার ভাঙচুর চলল চিনো হিলস, ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সম্প্রদায়ের সঙ্গে একজোট হয়ে আমরা কখনই এই ঘৃণার শিকড়কে বাড়তে দেব না। আমাদের মানবতা এবং বিশ্বাস শান্তি ফিরিয়ে আনবে।’ হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফেও ঘটনার ছবি শেয়ার তদন্তের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, হিন্দু মন্দিরে হামলার ঘটনা এই প্রথম নয়। গত বছর সেপ্টেম্বরেও ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে অবস্থিত স্বামী নারায়ণ মন্দিরে হামলা চালানো হয়েছিল। পাশাপাশি মন্দির চত্বরে ‘হিন্দুরা দূর হটো’ পোস্টারও সাঁটিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা ঠিক ১০ দিন আগে নিউইয়র্কের মেলভিলে অবস্থিত আরেকটি হিন্দু মন্দিরেও হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড