হৃদয় ভেঙেছে প্রেমিকা? প্রতিশোধ নেওয়ার নির্ভেজাল ফর্মুলা! পড়লেই হাসবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

671a80ea64c8e-special-jokes-241621109-16x9

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> মেয়ে : কল মি সোনা।
ছেলে : সোনা।
মেয়ে : কল মি সুইটহার্ট।
ছেলে : সুইটহার্ট।
মেয়ে : কল মি হানি।
ছেলে : হানি।
মেয়ে : আরে গাধার বাচ্চা, কল কর আমাকে!

> দিলদারের বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে সুস্থ হয়ে ওঠার পর…
দিলদার: চল রাস্তা থেকে ঘুরে আসি।
বন্ধু: না বন্ধু, আমি বাইরে যাব না, সমস্যা আছে।
দিলদার: কেন? কী সমস্যা?
বন্ধু: ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

> প্রথম ঢপবাজ- – একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয় করেছিলাম যে দর্শকরা কেদেকেটে বুক ভাসিয়ে দিয়েছিল।
দ্বিতীয় ঢপবাজ – একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয়ের পর দর্শকরা আমি মরে গেছি ভেবে খাটিয়া নিয়া হাজির হয়েছিল। শুধু কি তাই? ইনস্যুরেন্স কোম্পানি পর্যন্ত আমার বউকে পলিসি বাবদ সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিল।

> শিক্ষক: নান্টু, বল তো বাংলায় কাল কত প্রকার ও কী কী?
নান্টু : স্যার ৪ প্রকার।
শিক্ষক : কী কী?
রাকিব : ১) গতকাল, ২) সকাল, ৩) বিকাল ও ৪) আগামিকাল। তবে এর বাইরে আছে ক্ষণকাল ও মহাকাল।

> পিন্টু তার বন্ধু সেন্টুকে একদিন বলছে—
পিন্টু: জানিস, লিপি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।
রিন্টু: কেন?
পিন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।

> সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক যুবক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো—
যুবক: বাবা, মেয়েরা আমার দিকে ফিরেও তাকায় না। দয়া করে কিছু উপায় বলেন বাবা।
যুবকের কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বললো—
বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছায় দে।
যুবক: কেন বাবা?
বড় সাধু: আরে আমারও একই অবস্থা ছিল। এখন সাধু হওয়ায় নারীরা নিজেরাই আসে আমার কাছে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)

আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে

আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন