Bangla News Dunia, দীনেশ : হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দিয়েছিল অ্যাডমিন। সেই রাগে ওই অ্যাডমিনকে গুলি করে হত্যা করল এক পাকিস্তানি যুবক!পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের খাইবার পাখতুন খোয়ার রাজধানী পেশাওয়ারে। মৃত যুবকের নাম মুস্তাক আহমেদ। তাঁকে খুন করার অভিযোগ উঠেছে আশফাক নামের এক যুবকের বিরুদ্ধে।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
মুস্তাকের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি পারস্পারিক বাদানুবাদের জেরে কোনও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আশফাককে বের করে দিয়েছিল মুস্তাক। মুস্তাক ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। পরে তাঁরা নিজেদের এই বিবাদ মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেইমত মুস্তাকের সঙ্গে দেখা করতে যান আশফাক। অভিযোগ, সেখানেই হঠাৎ বন্দুক বের করে মুস্তাকের ওপর গুলি চালিয়ে দেয় আশফাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাকের। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে বের করে দেওয়ায় রাগের বশেই এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ