১০০ বছর পরে পশ্চিমবঙ্গের ম্যাপ পাল্টে যাচ্ছে, জানুন কি সুবিধা পাবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : শতাব্দী পর বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র! রাজ্য সরকারের বড় পদক্ষেপ , পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ এক শতাব্দী পর রাজ্যের মৌজা ম্যাপের আধুনিকীকরণে বড় পদক্ষেপ গ্রহণ করেছে।

রাজ্যের ভূমি রেকর্ড সংরক্ষণ ও আপডেটের লক্ষ্যে এবার নতুন মৌজা মানচিত্র প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভূ-চিত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। গ্রামীণ এলাকা গুলি পরিণত হয়েছে শহরে, তৈরি হয়েছে নতুন রাস্তাঘাট, এক্সপ্রেসওয়ে, রেললাইন ও শিল্প কারখানা।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌজা ম্যাপ তৈরির পরিকল্পনা

এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিটি মৌজার সঠিক মানচিত্র তৈরি করা হবে। স্যাটেলাইট চিত্র, জিও-ট্যাগিং ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

‘ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে’ বিভাগ এই দায়িত্ব পালন করছে। আধুনিক প্রযুক্তির পাশাপাশি প্রতিটি মৌজার ফিজিক্যাল ভেরিফিকেশনও (Physical Verification) করা হবে যাতে তথ্যের যথার্থতা নিশ্চিত করা যায়।

মৌজা ম্যাপ তৈরির কারণ ও গুরুত্ব

বিগত ১০০ বছরে রাজ্যের ভূমি ব্যবস্থাপনায় বহু পরিবর্তন এসেছে। বেশ কিছু মৌজার মানচিত্র আংশিক হালনাগাদ হলেও তা বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অনেক গ্রাম শহরে পরিণত হয়েছে, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছে, ফলে আগের মানচিত্র আজ অপ্রাসঙ্গিক। আধুনিক মানচিত্র তৈরি হলে জমি সংক্রান্ত বিবাদ নিরসন, সরকারি উন্নয়ন পরিকল্পনা এবং পরিকাঠামো গঠনে সহায়ক হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন