Bangla News Dunia, দীনেশ : পিএম জনধন যোজনা (PM Jan Dhan Yojana) হলো একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত আর্থিক অন্তর্ভুক্তি মূলক প্রকল্প। ২০১৪ সালে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার মূল লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ব্যাংকিং সুবিধার আওতায় আনা। এই প্রকল্পে একটি ব্যাংক একাউন্ট খোলা হয় একেবারে শূন্য ব্যালান্সে, যার মাধ্যমে গ্রাহক নানা ধরনের সরকারি ভাতা, সাবসিডি ও আর্থিক সুবিধা পেতে পারেন।
পিএম জনধন যোজনা অনলাইন আবেদন
সম্প্রতি অনেকেই জানাচ্ছেন, পিএম জনধন যোজনার মাধ্যমে ১০,০০০ টাকা পর্যন্ত নগদ সহায়তা পাওয়া যাচ্ছে। যদিও এটি একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ সুবিধা, তবুও কিছু প্রক্রিয়া অনুসরণ করলে আপনি সহজেই এই টাকা পেতে পারেন। কীভাবে এই টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এবং এই টাকা পেলে কীভাবে সুবিধা হবে সাধারণ মানুষদের সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
কীভাবে পাওয়া যাবে ১০,০০০ টাকা?
- পিএম জন ধন যোজনা একাউন্ট ধারীদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট (OD) সুবিধা দেওয়া হয়, যা এক ধরনের ক্ষুদ্র ঋণ।
- আপনার জনধন একাউন্ট অবশ্যই ৬ মাস বা তার বেশি সময় ধরে সচল থাকতে হবে।
- একাউন্টে কোনো ধরনের প্রতারণা বা অসঙ্গতি থাকা চলবে না।
- একাউন্টধারীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
- ওভারড্রাফ্টের অনুমোদন ব্যাঙ্ক কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন
পিএম জনধন একাউন্টের সুবিধা গুলি কী কী?
এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা শুধু ১০,০০০ টাকাই নয়, আরও অনেক সুবিধা পান – বিনামূল্যে ব্যাংক একাউন্ট খোলা যায়, RuPay Debit Card প্রদান করা হয়, দুর্ঘটনা বীমা ১ লক্ষ পর্যন্ত, জীবন বীমা সুবিধা, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) এর মাধ্যমে সরাসরি সরকারি ভাতা একাউন্টে জমা হয়। জনধন একাউন্ট খোলা বা ওভারড্রাফ্টের জন্য অনলাইনে সরাসরি আবেদন করার সুযোগ না থাকলেও, আপনি প্রাথমিকভাবে নিজের ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। এরপর ফর্ম পূরণ করে নির্ধারিত কাগজপত্র সহ নিকটবর্তী শাখায় জমা দিতে হবে।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন
আধার কার্ড, ভোটার আইডি বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র, ঠিকানা প্রমাণপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এছাড়াও গ্রামীণ ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমেও জনধন একাউন্ট খোলা যায়। শুধুমাত্র সরকারি ব্যাংক ও শাখা অফিস থেকে আবেদন করুন, কারো সঙ্গে OTP বা ব্যাংক ডিটেলস শেয়ার করবেন না, কোনো তৃতীয় পক্ষকে টাকা দিয়ে আবেদন করবেন না।
পিএম জনধন যোজনা শুধু একটি ব্যাংক একাউন্ট খোলার নাম নয়, এটি একটি বড় আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। ১০,০০০ টাকার ওভার ড্রাফ্ট সুবিধা অনেক দরিদ্র পরিবারের জন্য বিশাল সহায়তা হতে পারে। যদি আপনি এখনো এই প্রকল্পে নাম নথিভুক্ত না করে থাকেন, তাহলে আজই কাছের ব্যাংক শাখায় গিয়ে আবেদন করুন।