Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহ-নক্ষত্র সময়ে সময়ে গোচরের সময় শুভ ও অশুভ যোগ তৈরি করে, যার প্রভাব পৃথিবী ও মানুষের ওপর পড়তে দেখা যায়। সেরকমই এক বিশেষ ও দুর্লভ যোগ তৈরি হতে চলেছে ১৩ জুলাই, ২০২৫। এদিন কর্মফলদাতা শনি বক্রী হতে চলেছে। শনির বক্রী হওয়া সামান্য ঘটনা নয়, বরং এটা বিপরীত রাজযোগের নির্মাণ করবে, যা সব রাশিদেরকে প্রাভাবিত করবে। তবে এমন কিছু রাশি রয়েছে যাদের শনি বক্রী হতেই শুভ ফল প্রাপ্ত হবে। আসুন জেনে নিন সেই রাশি কারা।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় খুবই লাভদায়ক প্রমাণিত হবে। চাকুরীজিবী মানুষদের প্রমোশন বা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন চুক্তি, অংশীদারিত্ব ও ব্যবসার প্রসার হবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে আর পুরনো যোজনা সফল হবে। এই সময় সব ইচ্ছে পূরণ হবে আর আত্মবিশ্বাস বাড়বে।
আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন
কর্কট রাশি
কর্কট রাশির জন্য বিপরীত রাজযোগ অনেক শুভ সঙ্কেত নিয়ে আসছে। হঠাৎ করে অর্থলাভ হতে পারে। সম্পর্ক ভাল হবে আর নতুন সম্পর্কের সূচনা হতে পারে। ব্যবসার অংশীদারিত্বে লাভ হবে আর বিবাহিত জীবনে মিষ্টতা বাড়বে। চাকুরীজীবি মানুষদের নতুন ভূমিকা ও পদোন্নতি হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের এই সময় সৌভাগ্যশালী ও উন্নতি হবে। বেকার যুবকদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। সামাজিক স্তরে প্রতিষ্ঠা বাড়বে ও ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে। পড়ুয়াদের শিক্ষায় সফলতা ও কেরিয়ারে নতুন উপলব্ধি হবে। ব্যবসায় ভাল লাভ ও কোনও যোজনা করলে লাভ হবে ও ধন-সঞ্চয় লাভ হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। বাংলা নিউস দুনিয়া এটি নিশ্চিত করে না।)
আরও পড়ুন:- পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি