Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের ২৪টি বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তা বাড়িয়ে করা হয়েছে ১৫ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত। এই বিমানবন্দরগুলি থেকে কোনও বিমান উড়বে না। নিরাপত্তা বাড়ানো হয়েছে সংবেদনশীল এবং সীমান্তবর্তী এলাকার বিমানবন্দরগুলির।
পঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, পাটিয়ালা, ভাতিন্ডা, হালওয়ারা, পাঠানকোট বিমানবন্দর বন্ধ থাকবে। অন্যদিকে বন্ধ থাকবে হিমাচল প্রদেশের ভুন্তর, সিমলা, কাঙ্গড়া-গগ্গল বিমানবন্দর। বন্ধের তালিকায় আছে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় বিমানবন্দর, শ্রীনগর, জম্মু, জম্মু ও কাশ্মীরের লেহ বিমানবন্দর এবং রাজস্থানের লাদাখ, কিশানগড়, জয়সালমেঢ়, যোধপুর, বিকানের বিমানবন্দর এবং গুজরাটের মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোদ, কান্ডলা, ভুজ বিমানবন্দর।
আরও পড়ুন:- পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো একাধিক বিমানবন্দরে উড়ান বাতিল করেছে। গ্রাহকদের জন্য বিমানের অবস্থা পরীক্ষা,রি-বুক বা টাকা ফেরত দেওয়ার লিঙ্ক শেয়ার করেছে ইন্ডিগো। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিতে ভারতের প্রত্যাঘাতের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। পাকিস্তান গত রাতে জম্মু, পঞ্জাব এবং রাজস্থানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
কঠোর নিরাপত্তা
– সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেক (SLPC) বাধ্যতামূলক করা হয়েছে।
– ভিজিটরদের প্রবেশ সম্পূর্ণরূপে স্থগিত।
– এয়ার মার্শালদের মোতায়েন।
– বিমান সংস্থাগুলি যাত্রীদের কমপক্ষে ৩ ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছনোর অনুরোধ করেছে।
একদিন আগে বৃহস্পতিবার একাধিক বিমান সংস্থা যাত্রীদের জন্য ট্রাভেল নির্দেশিকা জারি করেছিল। এহেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সারা দেশের ২৭টি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। এয়ার ইন্ডিয়া যাত্রীদের যাত্রার তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। তারা জানিয়েছে, যাত্রার ৭৫ মিনিট আগে চেক-ইন বন্ধ থাকবে।
আরও পড়ুন:- আর ২৫ বছর বাঁচতে পারলেই অমর হয়ে যাবে মানুষ ? গবেষণায় চাঞ্চল্য