Bangla News Dunia , দীনেশ :- পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
বা কৃষক বন্ধু পরের কিস্তির টাকা কবে পাবেন, এই সম্মন্ধে এই প্রতিবেদনে আলোচনা করা হবে। যারা Krishak Bandhu এর আগের কিস্তির টাকা ও পাননি তারা কিভাবে টাকা পাবেন, এবং যারা নতুন করে আবেদন করতে চান, তারা কিভাবে আবেদন করবেন, সেই বিষয়ে ও আলোচনা করা হবে।
🧾 কৃষক বন্ধু প্রকল্প কী এবং এর উদ্দেশ্য
কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা PM Kisan Yojana এর মতো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প মূলত রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান ও কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা আনার উদ্দেশ্যে তৈরি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যাতে তারা খরিফ ও রবি মরসুমে যথাযথভাবে চাষাবাদ করতে পারেন। প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান, যা তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করে। রাজ্যের কৃষি উন্নয়নে এই প্রকল্প একটি মাইলফলক হিসেবে কাজ করছে।
আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন
📝 আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র
এই প্রকল্পে নতুনভাবে আবেদন করতে চাইলে একজন কৃষককে সরকারি ওয়েবসাইট krishakbandhu.net -এ গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। আবেদন ফর্মে নাম, ঠিকানা, জমির পরিমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি তথ্য দিতে হয়। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পাট্টা এবং ব্যাঙ্কের প্রথম পাতার কপি আপলোড করা বাধ্যতামূলক। অনলাইনেই আবেদন জমা দেওয়া যায় এবং ফর্ম যাচাইয়ের পর কৃষকের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। যাঁরা আগে থেকেই নথিভুক্ত, তাঁরা সহজেই নিজেদের তথ্য যাচাই ও আপডেট করতে পারেন।
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন
💰 আর্থিক সহায়তা ও মরসুমি সুবিধা
এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুই দফায় অর্থ প্রদান করা হয় – খরিফ মরসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি মরসুমে অক্টোবর থেকে মার্চ। কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারিত হয়। ১ একরের কম জমির জন্য বছরে ৪,০০০ টাকা এবং ১ একর বা তার বেশি জমির জন্য বছরে ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এছাড়া প্রকল্পের অন্তর্ভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, যা প্রকৃতপক্ষে একটি সামাজিক নিরাপত্তার রূপ নেয়।
আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন
📞 সহায়তা, যোগাযোগ ও বর্তমান আপডেট
বর্তমানে Krishak bandhu প্রকল্প সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কিংবা আবেদন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য কৃষকেরা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে (8336957370, 8597974989, 6291720406) ফোন করে সহায়তা পেতে পারেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরগুলো চালু থাকে। এছাড়া ইমেইলে যোগাযোগ করেও সহায়তা চাওয়া যায়। ২০২৫ সালের জন্য প্রকল্পে কিছু নতুন আপডেট এসেছে, যার মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে এবং প্রাপ্ত অর্থের পরিমাণে সামান্য পরিবর্তন এসেছে। সরকার এই প্রকল্পের আওতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে যাতে অধিক সংখ্যক কৃষক উপকৃত হন।
আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন
২০২৫ সালের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?
পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত ডিসেম্বর মাসের মধ্যে প্রদান করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসের ২২ তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। যাদের টাকা এখনও জমা হয়নি, তারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেছেন, তাদের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? তাদের জানানো যাচ্ছে যে, তাদের অনেকেরই ব্যাংক একাউন্টের সমস্যা ছিলো, বলে টাকা পাননি। তবে তাদের মধ্যে অনেকেই জানুয়ারি মাসে টাকা পেয়েছেন। এখনো যারা টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তির টাকার সাথে পেতে পারেন।
Krishak Bandhu next installment date 2025
এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। প্রথম কিস্তি খরিফ মরসুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরসুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। সেই হিসাবে ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়ে গেছেন, আর বাকিরা চলতি মাসেই সকলে টাকা পেতে পারেন।
আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা বা কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তা জানার জন্য আপনি krishakbandhu.net ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়া, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেও আপনি টাকা জমা হয়েছে কিনা জানতে পারেন। যদি আপনার টাকা এখনও জমা না হয়ে থাকে, তবে কিছুদিন অপেক্ষা করুন। নিয়মিতভাবে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনে কৃষি দফতরের হেল্পলাইনে যোগাযোগ করুন।