২১ জুলাইয়ের আগে ফের রাজ্যে মোদি ! কোথায় করবেন সভা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Election)। এবারও বাংলা দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর, তৃণমূলের শহিদ দিবস অর্থাৎ ২১ জুলাইয়ের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ১৮ জুলাই রাজ্যে আসার কথা তাঁর। দমদমে সভা করতে পারেন তিনি। সভার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে মে মাসে আলিপুরদুয়ারে (Alipurduar) সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে ২১ জুলাইয়ের আগে তাঁর এই সভা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

রাজ্যে বিধানসভা নির্বাচনের খুব বেশি সময় অবশিষ্ট নেই। তার আগে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শমীক ভট্টাচার্যকে। আর ব্যাটন হাতে নিয়েই শমীক জানিয়েছেন, ছাব্বিশের নির্বাচনে মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে।

এর আগে গত মে মাসে আলিপুরদুয়ারে জনসভা করেন মোদি। সেই সভা থেকেও আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন তিনি। এবার আসন্ন সফরে এসে তিনি কি বার্তা দেন, সেটাই দেখার।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন