Bangla News Dunia, Pallab : পাকিস্তানে (Pakistan) এবার বন্ধ হল মাইক্রোসফটের (Microsoft) অফিস। ২৫ বছর পর বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা অফিসটি বন্ধ করে দেয়। ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। মাইক্রোসফট পাকিস্তানের প্রাক্তন প্রতিষ্ঠাতা কান্ট্রি হেড জাওয়াদ রেহমান (Jawwad Rehman) এই খবর জানিয়েছেন।
আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !
জাওয়াদ বলেন, ২৫ বছর পর পাকিস্তানে মাইক্রোসফটের অফিস বন্ধ করে দেওয়া হল। ফলে কত কর্মী যে কর্মহীন হয়ে পড়লেন, তার ইয়ত্তা নেই। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া রাজনৈতিক পরিস্থিতিও সুস্থ নয়। ব্যবসার হারও অত্যন্ত খারাপ। মাইক্রোসফট অবশ্য প্রকাশ্যে কোনও ব্যাখ্যা না দিলেও, একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, পাকিস্তানের অস্থিতিশীল অর্থনীতি, রাজনীতি এবং খারাপ বাণিজ্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০০ সালের ৭ মার্চ পাকিস্তানে কার্যক্রম শুরু করে মাইক্রোসফট। ২৫ বছর ধরে এই বহুজাতিক সংস্থা পাক অর্থনীতিতে বড় ভূমিকা পালন করেছে। তবে, ২০২৫ সালের ৩ জুলাই, কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সংস্থাটি পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে ফেলে।
আরো পড়ুন : ঘাসফুলের পতাকা নামিয়ে তোলা হল লাল পতাকা, পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএমের
আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ