Bangla News Dunia, Pallab : রেশন কার্ডধারীদের জন্য জরুরি একটি সতর্কবার্তা। আপনি যদি সরাসরি রেশন থেকে প্রতি মাসে খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আগামী মাসের আগেই প্রায় ৩ লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে। সরকার ইতিমধ্যেই রেশন কার্ড বাতিল করা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। হোলির আগে এই বিষয়ে বড়সড় ঘোষণা আসতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া
কেন বাতিল হতে পারে এত রেশন কার্ড?
সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। যে সমস্ত রেশন কার্ডধারীরা এখনো পর্যন্ত ই-কেওয়াইসি করেননি, তাদের কার্ড বাতিলের ঝুঁকিতে রয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার মোট রেশন কার্ডধারীর সংখ্যা ১১ লক্ষ ৭৬ হাজার ৭১৪ জন। এর মধ্যে এখনো ই-কেওয়াইসি করেননি ৩ লক্ষ ১ হাজার ৬৬৩ জন ব্যক্তি।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
সরকারের নির্দেশিকা অনুযায়ী, যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ ই-কেওয়াইসি সম্পন্ন না করেন, তাহলে এই ৩ লক্ষের বেশি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী আর পাবে না।
রেশন কার্ড বাতিল হলে কী হবে?
যদি আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায়, তাহলে সরকারি খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে। এছাড়া সস্তায় চাল, আটা, চিনি, ডাল ইত্যাদি পাওয়ার সুযোগ আর পাবেন না। পাশাপাশি নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। এই কারণে আপনার রেশন কার্ড সচল রাখতে অবশ্যই ই-কেওয়াইসি সম্পন্ন করুন।
শেষ তারিখ কবে?
যদিও এখনো পর্যন্ত সরকার ই-কেওয়াইসি করার কোন নির্দিষ্ট সময়সীমা ঘোষনা করেনি। তবে যেকোন মুহূর্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তাই যত দ্রুত সম্ভব ই-কেওয়াইসি না করালে রেশন কার্ড বাতিল হতে পারে। সরকার বারবার সতর্ক করেছে, যারা ই-কেওয়াইসি করবেন না তাদের রেশন কার্ড আর ভবিষ্যতে পুনরুদ্ধার করা যাবে না।
কীভাবে করবেন ই-কেওয়াইসি?
ই-কেওয়াইসি আপনি বিভিন্ন উপায়ে করতে পারেন। যেমন-
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
১) ডিলারের মাধ্যমে ই-কেওয়াইসি
এজন্য প্রথমে আপনাকে নিকটতম রেশন দোকানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার আধার কার্ড ও রেশন কার্ড জমা দিতে হবে। রেশন ডিলাররা বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে আপনার ই-কেওয়াইসি করে দেবে।
২) অনলাইনে ই-কেওয়াইসি
অনলাইনে ই-কেওয়াইসি করার জন্য খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর আপনার রেশন কার্ডের তথ্য দিন। এরপর আধার কার্ড লিঙ্ক করুন এবং যাচাই করুন। খুব সহজেই এই কাজ সম্পন্ন করা যাবে।