Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে ধৃত ৪ চিনা নাগরিক। বিহারের পূর্ব চম্পারণ জেলার ভারত-নেপাল সীমান্তে ওই চার চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার পূর্ব চম্পারণ জেলার রক্সৌল সীমান্তের কাছে নেপাল থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় চিনা নাগরিকদের পাকড়াও করা হয়।
রক্সৌল সীমান্তে মোতায়েন সশস্ত্র সীমা বল (এসএসবি) এর কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে চিনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করা দুই নেপালি মহিলাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৈধ ভিসা ছাড়াই নেপাল থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল ওই চার চিনা নাগরিক। সরকারি তরফে জানানো হয়েছে, চিনা নাগরিকদের ভারতে ঢোকার বৈধ ভিসা ছিল না। তবুও তারা সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। তাদের কার্যকলাপ সন্দেহজনক বলে মনে হওয়ার পর আটক করে রক্সৌল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এসএসবির রক্সৌল সীমান্ত ফাঁড়ির (বিওপি) ইন্সপেক্টর-কাম-ইন-চার্জ বিকাশ কুমার জানিয়েছেন যে এসএসবি কর্মীরা ধৃতদের কাছ থেকে দুটি চিনা পাসপোর্ট উদ্ধার করেছেন।
ধৃত চিনা নাগরিকরা নিজেদের পরিচয় দিয়েছেন। তাঁদের নাম লি থুঙ্গাধে, ডেন বিজোন, হিন কিউন হেনসে এবং হুয়াং লিবিন। এসএসবি কর্মীরা তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন এবং ৮,০০০ টাকা মূল্যের চিনা মুদ্রাও বাজেয়াপ্ত করেছেন। হারাইয়া থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) কিষাণ কুমার পাসওয়ান বলেন, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় চার বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসএইচও জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদের পরে নেপালি গাইডদের ছেড়ে দেওয়া হয়েছে। চিনা নাগরিকদের নেপাল থেকে ভারতে প্রবেশের পেছনের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য তদন্তকারী সংস্থাগুলিকেও এই গ্রেফতারের বিষয়ে অবহিত করা হয়েছে।
পূর্ব চম্পারণের পুলিশ সুপার (এসপি) স্বর্ণ প্রভাত বলেছেন যে পহেলগাঁও জঙ্গি হামলা এবং পরবর্তীতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর জেলার ভারত-নেপাল সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এসএসবি এবং জেলা পুলিশের কর্তারা ভারত-নেপাল সীমান্ত সুরক্ষিত করার জন্য একযোগে কাজ করছেন।
আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন