Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারি কর্মীদের ডিএ (DA) বৃদ্ধির ঘোষণার পাশাপাশি আরও একগুচ্ছ ঘোষণা সরকারের তরফে এল। সরকারি কর্মীদের (Government Employees) এবার ৫ লক্ষ টাকার উপহার দেবে সরকার। এমনিতেই সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির খবরে দারুন উৎসাহিত। উৎসবের আবহে তাঁদের সবার মুখে হাসি ফুটিয়ে ফের নতুন কিছু সিদ্ধান্ত গৃহীত হল। মোট কথা সব মিলিয়ে বলা যায়, সরকারি কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পেল।
সরকারি কর্মীদের DA বৃদ্ধি পেল!
লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর। সরকার এবার এক দফায় ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করল। এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের ডিএ, ছুটি সম্পর্কিত নয়টি প্রকল্প অনুমোদন করেছেন। রাজ্য সরকার দুই শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কর্মচারীদের স্বার্থে। এর ফলে উপকৃত হবেন শিক্ষক, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও। ২০২৫ সালের জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। আর ডিএ বৃদ্ধি হতে সরকারকে প্রতি বছর অতিরিক্ত ১,২৫২ কোটি টাকা ব্যয় করতে হবে।
সরকারি কর্মীদের জন্য আর কি সুবিধা বৃদ্ধি হল?
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, চলতি বছর থেকে ১,০০,০০০ টাকা দেওয়া হবে শিশুদের উচ্চশিক্ষায় বৃত্তিমূলক শিক্ষার জন্য। পাশাপাশি, কলা, বিজ্ঞান এবং পলিটেকনিকের জন্য বৃদ্ধি করা হবে ৫০,০০০ টাকা পর্যন্ত। মহিলা কর্মীরা বিয়ের জন্য অগ্রিম হিসেবে পেতেন ১০,০০০ টাকা ও পুরুষ কর্মীরা পেতেন ৬,০০০ টাকা। আর এখন সকল কর্মীদের জন্যই ৫,০০,০০০ টাকায় উন্নীত করা হবে।
উৎসবের আবহে সরকারি কর্মীদের স্বার্থে বিশেষ ঘোষণা হয়েছে। কি সিদ্ধান্ত নিল সরকার? মূলত যারা অবসরপ্রাপ্ত সি ও ডি ক্যাটাগরির কর্মী, এর সাথে যারা ব্যক্তিগত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী, তাঁদের বার্ষিক পোঙ্গল উৎসবে বোনাস বৃদ্ধি পেল। এটি আগে ছিল ৫০০ টাকা সেখান থেকে বাড়িয়ে এবার ১,০০০ টাকা করা হয়েছে।
এর ফলে ৪.৭১ লক্ষ পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। রাজ্য সরকার আগের পেনশন প্রকল্প, অবদানমূলক পেনশন প্রকল্প এবং সমন্বিত পেনশন প্রকল্পের নিয়ে পর্যালোচনা ইত্যাদি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, ২০২১ সালের জুলাই মাস থেকে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল এটি নয় মাস আর এখন এটি এক বছর করা হয়েছে।
উপসংহার: রাজ্য সরকারের এই ঘোষণার ফলে নিঃসন্দেহে লাখ লাখ সরকারি কর্মী উপকৃত হবেন। একদিকে ডিএ বৃদ্ধি আর অন্যদিকে বিভিন্ন ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে। তবে আগেই বলা হয়েছে এই ঘোষণা পশ্চিমবঙ্গের জন্য নয়। বাংলার সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিলে তার ঘোষণা অবশ্যই আসবে।