Bangla News Dunia, Pallab : নিখুঁত নিশানা। নির্ভুল প্রযুক্তি। অপারেশন সিঁদুর (Operation Sindoor) সামরিক অভিযান হলেও বিশ্বকে তা বুঝিয়ে দিয়েছে এর কৌশলগত গুরুত্ব। বেশিরভাগ গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার মাঝরাতের ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ ভারতের কোনও আগ্রাসনমূলক কর্মকাণ্ড নয়, এটা নয়াদিল্লির সুনির্দিষ্ট সন্ত্রাসবাদী অভিযান। সেই অভিযানকে ‘পরিকল্পিত’ বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বর্ণনা করা হয়েছে।
আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই হামলা সম্পর্কে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে বৈরিতা এড়াতে ভারত পরিকল্পনা করে আগেভাগে আমেরিকাকে জানিয়ে দিয়েছে। প্রতিবেদনে এও বলা হয়েছে, অভিযান চালালেও, ভারত সংযম দেখিয়েছে, কোনও সামরিক বস্তুতে আঘাত হানা হয়নি। ‘সিএনএন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মূলত রাফাল ও এসসিএএলপি (স্কাল্প) ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সামরিক পরিকাঠামো নয়, সন্ত্রাসবাদী পরিকাঠামোগুলি নিশানা করা হয়। ভাওয়ালপুর ও মুরিদকেতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ভারতের ঘোষিত যুক্তিকে জোরদার করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ হানা হয়েছে। ভারত এই অভিযানে প্রযুক্তিগত সূক্ষ্মতায় জোর দিয়েছে।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর শিরোনামে লেখা, ‘মেপে শক্তি প্রদর্শন’। সামরিক বস্তু এড়িয়ে, অসামরিক প্রাণহানিকে সীমিত রেখে ভারত তার সংযম স্পষ্টভাবে তুলে ধরেছে। ‘বিবিসি’-র বক্তব্য, নাগরিকদের রক্ষা করা ভারতের অধিকার। ভারতের নিশানা ছিল ভাওয়ালপুর ও মুরিদকে। তবে ভারত ও পাকিস্তান উভয় পক্ষকে সংযত থাকার কথাও রয়েছে প্রতিবেদনে।