Bangla News Dunia, Pallab : এসএসসি (SSC)-র নতুন নিয়োগবিধি নিয়ে প্রশ্ন তুলে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে’র এজলাসে মামলা দায়ের হয়।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, নিয়োগটাই যেখানে সঠিকভাবে হয়নি, তাহলে চাকরির জন্য অতিরিক্ত ১০ নম্বর কেন? অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে। এছাড়া নতুন নিয়োগবিধি নিয়ে হস্তক্ষেপ করেনি সিঙ্গল বেঞ্চ। নিয়োগ সঠিকভাবে না হওয়ার জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে। সেই প্যানেলের শিক্ষকদের জন্য কেন অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে? এর ফলে ওয়েট লিস্টেড বা বঞ্চিত চাকরিপ্রার্থীরা আবার সুযোগ পাবেন না। এছাড়া নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে।
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে এসএসসি’র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। ২০১৬ সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে। এদিন মামলা দায়ের করার অনুমতি মিলেছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে।