অনলাইনে টাকা পাঠাতে গেলেই এবার দিতে হবে চার্জ, UPI এর নতুন নিয়ম আসছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

upi , google pay , phone pay

Bangla News Dunia, Pallab : অনলাইনের পেমেন্টের (online payment) ক্ষেত্রে এবার একটি বড় পরিবর্তন আসতে চলেছে। যারা গুগল পে ব্যবহার করে বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল দিতেন, তারা এবার একটি বড় ধাক্কা খাবেন।

সম্প্রতি ইউপিআই পরিষেবা থেকে শুরু করে বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ চালু করার একটা প্রবণতা দেখছেন বিশেষজ্ঞরা। এবার গুগল পে এই তালিকাতে নাম লেখালো।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

কোন কোন ক্ষেত্রে চার্জ নেওয়া হবে?

ইকোনমিক্স টাইমসের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে যদি কেউ বিল পেমেন্ট (online payment) করেন তাহলে ০.৫% থেকে ১% অতিরিক্ত চার্জ নেওয়া হবে (UPI Credit Card Charges) পাশাপাশি জিএসটি নেওয়া হবে। আগে গুগল পের মাধ্যমে বিল পেমেন্ট করলে কোন‌ওরকম বাড়তি চার্জ লাগতো না। তবে এখন এই চার্জ লাঘু করার নিয়ম চালু হচ্ছে। যদিও গুগল এখন‌ও কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

মোবাইল রিচার্জের ক্ষেত্রে‌ও টাকা কাটা হচ্ছে

ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত এক বছর ধরে মোবাইল রিচার্জের (MOBILE RECHARGE) ক্ষেত্রে‌ও টাকা কাটা হচ্ছে। ব্যবহারকারীদের থেকে ৩ টাকা অতিরিক্ত চার্জ করা হচ্ছে,

এছাড়া ক্রেডিট কার্ডের (CREDIT CARD) মাধ্যমে যারা বিদ্যুৎ বিল (ELECTRIC BILL) দেন সে ক্ষেত্রে প্রশাসনিক হিসেবে ১৫ টাকা বেশি নেওয়া হয়, এই অতিরিক্ত চার্জ প্রসেসিং ফি বলে উল্লেখ করা থাকে।

আরও পড়ুন : বিতর্কসভা চলাকালীন মারধর ‘আইআইটি বাবা’কে ! প্রতিবাদে থানার সামনে বসলেন ধর্নায়

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গুগল পে (Google Pay) এখন‌ও পর্যন্ত কোন‌ও রকম বেশি চার্জ নে‌য় না।

তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিষেবা সংস্থা PWC এর একটি রিপোর্ট অনুসারে UPI ট্রানজেকশনের উপর স্টেক হোল্ডারদের ০.২৫ শতাংশ ব্যয় করে। অনেক কোম্পানি এই খরচ পূরণের জন্য নতুন রেভিনিউ মডেল তৈরি করে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন