Bangla News Dunia , Pallab : আইপিএল-এর খেলা বৃহস্পতিবারও হয়েছে। তবে তা মাঝপথেই বন্ধ করতে হয়। ধরমশালার ওই ম্যাচ পঞ্জাব ও দিল্লির মধ্যে চলছিল। তখনই খবর আসে পাকিস্তান ভারতের দিকে তাক করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। ছুটে আসছে ড্রোনও।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খেলা ১০.১ ওভারেই থামিয়ে দেওয়া হয়। তখনই আইপিএল আর চালানো সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছিল। শুক্রবার এ নিয়ে জরুরি বৈঠকে বসে বিসিসিআই।
সেখানেই সিদ্ধান্ত হয় যে এখন দেশের যা পরিস্থিতি তাতে আইপিএল চালানো হবেনা। আপাতত স্থগিত আইপিএল-এর বাকি খেলা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।
তাহলে কি এবারের মত আইপিএল মাঝপথেই বন্ধ? সংবাদ সংস্থা আইএএনএস বিসিসিআই-এর এক কর্তাকে উদ্ধৃত করে সেই ইঙ্গিতই দিচ্ছে।
ওই সূত্র জানিয়েছেন, আপাতত আইপিএল শুরুর কোনও সম্ভাবনা নেই। বছরের অন্য সময় যদি সময় বার করা সম্ভব হয় তাহলেই এবারের আইপিএল-এর বাকি ম্যাচ শেষ করা হবে।
বৃহস্পতিবার পঞ্জাব ও দিল্লির মধ্যে চলা আইপিএল ম্যাচ মাঝপথেই থামানোর পর অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা তাঁদের সুরক্ষা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের আশ্বস্ত করা হয়।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন