অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল ছাত্রের বাবাকে, বেঙ্গালুরুতে গ্রেপ্তার স্কুল শিক্ষিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

women

Bangla News Dunia, দীনেশ :- ছাত্রের বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ও তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগে বেঙ্গালুরুর এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শ্রীদেবী রুদাগী, বয়স ২৫। তাঁর সঙ্গে তাঁর দুই সহযোগী গনেশ(৩৮) ও সাগরকে(২৮)-ও গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে,ওই ছাত্রের বাবার সঙ্গে শ্রীদেবীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ, তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করছিল শ্রীদেবী ও তাঁর সহযোগীরা। ইতিমধ্যেই ওই ব্যক্তির কাছ থেকে ৪ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে তাঁরা। এরপর আরও ২০ লক্ষ টাকার দাবি করা হচ্ছিল।

আরও পড়ুন:- শিশুদের জন্য নতুন স্কিম আনল মোদী সরকার। জেনে নিন সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী ব্যক্তি ২০২৩ সালে তাঁর ৫ বছরের সন্তানকে ভর্তি করাতে নিয়ে যান বেঙ্গালুরুর একটি স্কুলে। ছেলেকে ভর্তি করানোর সময় রুদাগির সঙ্গে তাঁর দেখা হয়। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে শুরু করে। এরই মধ্যে শ্রীদেবী তাঁর থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর গত জানুয়ারিতে সে ১৫ লক্ষ টাকা দাবি করলে ওই ছাত্রের বাবা তা দিতে অস্বীকার করে। সেইসময় তাঁর বাড়িতেও পৌঁছে যায় শ্রীদেবী। এর মাঝে সম্প্রতি ওই ব্যক্তি কাজের সূত্রে পরিবার নিয়ে গুজরাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেইসময় তাঁর ছেলের ট্রান্সফার সার্টিফিকেটের জন্য ছেলের স্কুলে যেতেই একেবারে অন্যরকম পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। সেখানে শ্রীদেবী এবং তাঁর দুই সহযোগী তাঁকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে এবং বলে তাদের ২০ লক্ষ টাকা না দিলে এই ছবিগুলি তাঁর স্ত্রীকে দেখিয়ে দেওয়া হবে। এই কাজে তাদের সঙ্গে একজন প্রাক্তন পুলিশ অফিসারও যুক্ত আছে বলে তাঁরা জানায় ওই ছাত্রের বাবাকে।

আরও পড়ুন:- LPG-র দাম থেকে ব্যাঙ্ক একাউন্ট, আজ থেকে দেশে ৫ বিরাট বদল? একনজরে দেখে নিন

এরপর ১৭ মার্চ ফের ওই ছাত্রের বাবাকে টাকার জন্য ফোন করে শ্রীদেবী। ফোনে সে জানায়, যে টাকাটি তাঁদের দেওয়া হবে তাঁর থেকে ৫ লক্ষ টাকা নেবে ওই প্রাক্তন পুলিশ অফিসার। এরপরেই উপায়ন্তর না দেখে পুলিশে ফোন করেন ওই ব্যক্তি। তিনি জানতে পারেন যে পুলিশ অফিসারের কথা তাঁকে বলা হয়েছিল তিনি আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত নন। এরপরেই শ্রীদেবী ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:- এপ্রিল ফুল! কেন ১ এপ্রিল মানুষকে বোকা বানানো হয় ? জেনে নিন দারুন ইন্টারেষ্টিং কাহিনী

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন