অপারেশন সিঁদুরে ভারতের ‘ব্রহ্মাস্ত্র’ প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেম, জানুন কীভাবে কাজ করে এই ব্যবস্থা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- অপারেশন সিঁদুরে ভারতের ‘ব্রহ্মাস্ত্র’ প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেম (PSWS)। এটা ব্যবহার করে নির্ভুলভাবে জঙ্গি ঘাঁটি আঘাত হেনেছে ভারতীয় সেনা। এর পাশাপাশি ব্যবহার করা হয়েছে জিপিএস, ইনফ্রারেড, রাডার এবং লেজার টার্গেটিং সিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি ও স্ট্র্যাটেজির মেলবন্ধন হল প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেম। এর মাধ্যমে নিরাপদ দূরত্বে থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিঁখুতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায়। এতে অপারেটর, লঞ্চিং প্ল্যাটফর্মের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এড়ানো যায় সেনা-মৃত্যু।

আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন

মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) পাঁচটি এবং পঞ্জাব প্রদেশে চারটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের তরফে মুরিদকে, কোটলি, বাহওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মুরিদকেতেই রয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সদর দপ্তর। অন্যদিকে, বাহওয়ালপুরে রয়েছে জইশ-ই-মহম্মদের ঘাঁটি। ভারতের তরফে বলা হয়েছে, পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন, হামলা চালানোর ক্ষেত্রে সেনা যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।

আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত

আরও পড়ুন:- সংস্কারের জন্য 15 মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি হবে ? জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন