Bangla News Dunia, Pallab : পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাঝ রাতেই দেশের নিরাপত্তা বাহিনী ঘটিয়ে ফেলল ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেনাবাহিনী । আর তারপরেই হোয়াইট হাউসে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
মার্কিন প্রেসিডেন্টকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। আমি মনে করি, অতীতের উপর ভিত্তি করে মানুষ জানত যে এমন একটা কিছু ঘটতে চলেছে। তারা অনেকদিন, বহু দশক এবং শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করে আসছে। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে,’ বলেন ট্রাম্প।