“অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চান মমতা, কেন্দ্রের পাশে থাকার বার্তা 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : অপারেশন সিঁদুর’ নিয়ে দেশবাসীকে জানাতে সংসদে বিশেষ অধিবেশন হওয়া উচিত। এমনটাই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ অধিবেশন ডাকতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থে সবসময় কেন্দ্রের পাশে থাকার বার্তাও দিয়েছেন মমতা।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয়। এই ঘটনার পরেই পাকিস্তানকে মোক্ষম জবাব দেয় ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের ৯টি জঙ্গিগোষ্ঠী গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ধ্বংস করে দেয় পাকিস্তানের যুদ্ধ পরিকাঠামো। পরবর্তীতে সংঘর্ষ বিরতিতে যায় ভারত-পাকিস্তান। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রের বহুদলীয় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এক্স হ্যান্ডলে মমতা লেখেন,“সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে পৌঁছতে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাচ্ছে। যা দেখে আমি আনন্দিত। আমি সর্বদা বলেছি যে দেশের স্বার্থ ও আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্র যা পদক্ষেপ নেবে, তৃণমূল তার পাশে দাঁড়াবে। প্রতিনিধি দলগুলি নিরাপদে ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাই। কারণ আমি বিশ্বাস করি, সাম্প্রতিক এই টানাপোড়েন ও বর্তমান পরিস্থিতি নিয়ে সবার আগে জানার অধিকার রয়েছে দেশের মানুষের।” তিনি চান ‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে জানা উচিত দেশবাসীর।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রীয় দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান-সহ এশিয়ার পাঁচটি দেশে গিয়েছেন অভিষেক। মোট ৭টি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। এদিন মমতা কেন্দ্রের কাছে আবেদন জানালেন, প্রতিনিধি দলগুলি ফিরে আসার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন