‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে জানাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক তিন বাহিনীর প্রধানের, ছিলেন সেনা সর্বাধিনায়কও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ  :- ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সম্পর্কে অবহিত করতে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সঙ্গে বৈঠক করলেন ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান (3 Services Chiefs)। সেখানে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহানও। ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়েও যাবতীয় তথ্য দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে।

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

এদিন রাষ্ট্রপতি ভবনের তরফে এক্স হ্যান্ডেলের এক পোস্টে বলা হয়, “সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেছেন।” এদিনের বৈঠকে রাষ্ট্রপতি তিন বাহিনীর বীরত্ব এবং নিষ্ঠার প্রশংসা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব যে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে, তা নিয়ে প্রশংসা করেছেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছিল ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। দেশের তিন বাহিনী যৌথভাবেই এই অভিযান চালিয়েছিল। এই সফল অভিযান কীভাবে সম্পন্ন হল, তা নিয়ে বিস্তারিত তথ্য জানাতেই এদিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকটি হয়।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন