Bangla News Dunia, Pallab : অপারেশন সিন্দুরের মাধ্যমে পহেলগামে জঙ্গি হামলার জবাব পাকিস্তানকে দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটির উপর হামলা করেছে ইন্ডিয়ান আর্মি। এই খবর সামনে আসতেই বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে। কয়েকটি দেশ সরাসরি ভারতকে সমর্থন জানিয়েছেন। কয়েকটি দেশ আবার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অপারেশন সিন্দুরের পর কোন দেশ কী বলল দেখুন।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
আমেরিকা: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি ‘খুব শীঘ্র’ শেষ হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘এটা লজ্জার। আমরা এখনই বিষয়টি শুনলাম। ওদের মধ্যে অনেক দিন ধরে লড়াই চলছে। আমি আশা করছি খুব শীঘ্র তা শেষ হবে।’ আমেরিকার স্টেট সেক্রেটারি মারকো রুবিও জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতির দিকে আমেরিকা নজর রাখছে। ওয়াশিংটন চাইছে পরমাণু শক্তিধর এশিয়ার দুই প্রতিবেশী দেশ ‘শান্তিপূর্ণ সমাধানের’ দিকে এগিয়ে যাক। এই অপারেশনের পর ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়র অজিত দোভাল কথা বলেছেন রুবিও-র সঙ্গে।
চিন: অপারেশন সিন্দুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিন। দুই পক্ষকেই (ভারত ও পাকিস্তান) বড় সংঘাত থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
ইউনাইটেড নেশনস: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইউএন। দুই পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার বার্তা দিয়ে ইউএন-এর তরফে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব সইতে পারবে না।’
সংযুক্ত আরব আমিরশাহি: সংযুক্ত আরব আমিরশাহিও ভারত ও পাকিস্তানকে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে এগিয়ে আসার অনুরোধ করেছে। বিশ্বশান্তির স্বার্থেই ‘রিজিওনাল পিস’ দরকার বলে মনে করছে সংযুক্ত আরব আমিরশাহি।
ইজ়রায়েল: পাকিস্তানে হামলা নিয়ে সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে ইজ়রায়েল। ভারতে থাকা ইজ়রায়েলের রাষ্ট্রদূত বলেছেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইজ়রায়েল। জঙ্গিদের জানা উচিত নিরীহ মানুষকে মেরে তাদের লুকিয়ে থাকার কোনও জায়গা নেই।’