অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যপাল, কসবার ঘটনায় দিলেন কড়া হুঁশিয়ারি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দক্ষিণ কলকাতার আইন কলেজের পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বললেন, “আইন সকলের ঊর্ধ্বে ।”

কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে প্রতিনিয়ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য তথা রাজনীতি ৷ এতদিন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল ৷ তবে, চলমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নজরে রাখছেন ৷ সেই সঙ্গে, এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন বলেও জানালেন রাজ্যপাল ।

আইন কলেজে দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির ভূমিকার উপর জোর দিয়েছেন আনন্দ বোস । তিনি বলেন যে, “কলেজ প্রশাসন এবং শিক্ষার্থীদের সম্মিলিত দায়িত্ব হল শিক্ষার মন্দিরের প্রতি নিবেদিত প্রাণ ৷ তা যেন সমাজবিরোধীদের আশ্রয়স্থলে পরিণত না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ।”

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

কসবা-কাণ্ডে রাজভবনের বিজ্ঞপ্তি :

রাজভবনের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে লেখা, “কসবার আইন কলেজের ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল । বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রতিটি কলেজকে কঠোর নিয়মকানুন অনুসারে পরিচালনার নির্দেশ দিয়েছেন । কলেজগুলিতে যাতে কোনওরকম ভয় এবং পক্ষপাতিত্বের গুরুত্ব না-থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে ৷”

বিজ্ঞপ্তিতে আরও লেখা রয়েছে, “রাজ্যপাল মনে করেন, শিক্ষা কেবল কর্মসংস্থানের পথ নয় ৷ বরং সভ্যতা, সামাজিক শিষ্টাচার, সহনশীলতা, শ্রদ্ধা এবং দায়িত্বশীল আচরণের জন্মস্থান । শিক্ষা মানসিক বুদ্ধিমত্তা, সহানুভূতি এবং সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করায় । শ্রদ্ধাশীল সমাজের ভিত্তি স্থাপন করে ।”

রাজ্যপালের বক্তব্য :

মানসম্মত শিক্ষা প্রদানে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে রাজ্যপাল বলেন, “নিয়ম নীতি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে সমানভাবে প্রযোজ্য । পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যা একসময় ভারতীয় নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল । ন্যায়বিচার, সাম্য, স্বাধীনতা এবং সম্প্রীতির জন্য গণ আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল এবং ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিল ।”

তাঁর কথায়, “যে যত শক্তিশালী হোক না কেন – কাউকেই শিক্ষাঙ্গনে সর্বগ্রাসী ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না । আইন সবার উপরে । কোনও বহিরাগত শক্তি, প্রতিষ্ঠিত পদ্ধতি এবং বিধি দ্বারা পরিচালিত প্রশাসনকে অগ্রাহ্য করতে পারে না ।”

এরপর ব্রিটিশ ঐতিহাসিক টমাস ফুলারের কালজয়ী উক্তি টেনে রাজ্যপাল বলেন, “তোমরা কখনও এত উঁচুতে উঠতে পারবে না ৷ আইন তোমাদের উপরে থাকবে ।” আইনের কথা মাথায় রেখে তিনি শিক্ষার্থীদের ভয় ছাড়াই পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন । শিক্ষার অগ্রগতি ব্যাহত করার প্রতিটি প্রচেষ্টা প্রত্যাখ্যান করার জন্য সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন । সেই সঙ্গে, আইন কলেজের দুর্ভাগ্যজনক ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস ৷

আরও পড়ুন:- এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন