অবশেষে PNB দুর্নীতিতে অভিযুক্ত নেহাল মোদী গ্রেপ্তার, কিভাবে ফাঁসলেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার কোটিরও বেশি টাকার দুর্নীতির মামলায় এবার গ্রেফতার করা হয়েছে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদীকে। আমেরিকায় গ্রেফতার করা হয়েছে নেহালকে। নেহালের প্রত্যর্পণের প্রক্রিয়া আমেরিকার একটি আদালতে চলছে বলে জানা গিয়েছে। আর্থিক তছরুপ ও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্টের মতো গুরুতর অভিযোগ রয়েছে নেহালের বিরুদ্ধে। ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছে নীরবকে। তিনি লন্ডনের জেলে বন্দি রয়েছেন। তাঁরও প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।

পিএনবি কেলেঙ্কারিতে কীভাবে জড়ালেন নেহাল?

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ভারতে যখন তদন্ত শুরু হয়েছিল, সেই সময় দুবাইয়ের সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড এফজেডই থেকে ৫০ কেজি সোনা নিয়ে গায়েব করেছিলেন নেহাল। সবটা তাঁরই তত্ত্বাবধানে হয়েছিল। শুধু তাই নয়, হংকং থেকে প্রায় ৫০ কোটি টাকার হিরের গয়না নিয়েছিলেন। এছাড়াও ১৫০ বাক্স মুক্তো, দুবাই থেকে ৫০ কেজি সোনা নিয়েছিলেন। মিহির ভন্সালি নামে তাঁর এক পার্টনারের সঙ্গে মিলে এই কাজ করেছিলেন নেহাল। ইডি সূত্রে খবর, প্রমাণ নষ্ট করেছেন নেহাল। মোবাইল ফোন, সার্ভারের মতো ডিজিটাল প্রমাণও নষ্ট করেছেন তিনি।

আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট

নেহালের আরও কীর্তির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কয়েক জন সাক্ষীকে ভয় দেখিয়ে কায়রোতে পাঠিয়েছিলেন নেহাল। সেখানে তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল। ভুয়ো নথিতে তাঁদের দিয়ে সই করানো হয়। একটি মামলায় নেহাল একজন সাক্ষীকে ইউরোপের আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ২ লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে নেহালের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। । নেহাল বেলজিয়ামের নাগরিক। তিনি ইংরেজি, হিন্দি এবং গুজরাটি ভাষা জানেন। পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম দুই অভিযুক্ত নীরব ও তাঁর মামা মেহুল চোকসি পলাতক। তাঁদের নাগাল পেতে মরিয়া ভারতের তদন্ত আধিকারিকরা। ইডি, সিবিআই দাবি করেছে, এই আর্থিক কেলেঙ্কারির মামলায় নেহালেরও বড় ভূমিকা রয়েছে। জানা গিয়েছে, নেহালের প্রত্যর্পণ মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই।

আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন