অবসরের পর আজ কোহলিকে দেখা গেল বৃন্দাবনে, সঙ্গে অনুষ্কা ও দুই সন্তান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অবসর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সস্ত্রীক বৃন্দাবনে হাজির হলেন বিরাট। মঙ্গলবার স্ত্রী অনুষ্কা (Anushka Sharma), মেয়ে ভামিকা, ছেলে অকায়কে নিয়ে প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে দেখা গেল কিং কোহলিকে। সেই ছবি,ভিডিও সামনে আসতেই ফের একবার মন জিতে নিল অনুরাগীদের।

বিরাট কোহলির ২০১১ সালে টেস্টে অভিষেক হয়েছিল। বিগত ১৪ বছরে ১২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। রান করেছেন ৯২৩০। ৩০টি শতরানও করেছেন তিনি। ভারতের অন্যতম সেরা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি একদিনের ক্রিকেট খেলবেন। এরআগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এবার ছাড়লেন টেস্ট ক্রিকেটও। এদিকে অবসর ঘোষণার পরদিন সপরিবারে হাজির হলেন বৃন্দাবনে। একটি সাদা গাড়িতে চেপে এদিন তাঁরা আশ্রমে হাজির হয়েছিলেন।

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

যদিও এরআগেও বেশ কয়েকবার প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন বিরাট ও তাঁর পরিবার।চলতি বছর জানুয়ারিতেও বৃন্দাবনে গিয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আরও একবার সেখানে গেলেন। ১৭ মে থেকে আবার শুরু হবে আইপিএল। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে কোহলিকে।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন