অবিশ্বাস্য! 6 টাকার রিচার্জে চলবে এক বছর! আনলিমিটেড কলিং, হাই স্পিড ডেটা। কামাল দেখালো BSNL

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাধারণ মানুষের স্বার্থে BSNL একাধিক সস্তার প্ল্যান এনে হাজির করে। কম খরচে আনলিমিটেড প্ল্যান রিচার্জ করার সুবিধা মেলায় দারুন ভাবে খুশি হন আমজনতা। আর তাই সাধারণ মানুষের কথা চিন্তা করেই তুমুল সস্তার প্ল্যান এনেছে বিএসএনএল। বলা হচ্ছে, এই প্ল্যানে একবার রিচার্জ করলে টানা ১৩ মাস নিশ্চিন্ত থাকবেন।

BSNL Recharge Plan 2025

আজকের প্রতিবেদনে আমরা বিএসএনএল-এর এক বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করছি। বলা হচ্ছে, এই রিচার্জ প্ল্যান বাজারে আসার পর ঘুম উড়েছে জিও, এয়ারটেলের মত কোম্পানিদের। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ চান সস্তার প্ল্যান। আর তাতেই কদর করেন। কারণ, এমনিতে মূল্যবৃদ্ধির বাজার। সবেতেই এক্সট্রা খরচ হচ্ছে। তাই মোবাইল ফোনের রিচার্জের জন্য অবশ্যই কম টাকা খরচ হলে খুশি হন সকলেই।

ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা হল BSNL. সংস্থাটি তাদের নয় কোটি গ্রাহকের জন্য একটি বিশেষ ধরনের রিচার্জ প্ল্যান এনেছে। যেই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন আনলিমিটেড কলিং, সঙ্গে মিলবে আনলিমিটেড ইন্টারনেট, আর আছে দৈনিক SMS সহ আরও একাধিক সুবিধা।

এই প্ল্যানে কী কী সুবিধা পাচ্ছেন?

বলাই যায়, গ্রাহকদের পকেটের কথা মাথায় রেখে বিশেষ রিচার্জ প্ল্যানটি BSNL বাজারে এনেছে।এই প্ল্যানে প্রতিদিন মাত্র ৬ টাকা করে খরচ করলেই আপনি এক বছরেরও বেশি সময় ধরে পাচ্ছেন আনলিমিটেড কলিং। শুধু তাই নয়, সঙ্গে পাবেন হাই স্পিড ইন্টারনেট সহ অনেকগুলি সুবিধাও। বিএসএনএল রিচার্জ প্ল্যানে গ্রাহকদের দৈনিক 2GB করে ডেটা দেওয়া হবে। সঙ্গে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS-র সুবিধাও পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে পাচ্ছেন বিআইটিভিতে 350টিরও বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস করার সুযোগ।

BSNL-এর দারুন সস্তার প্ল্যান!

BSNL-এর এই প্ল্যানের দাম রাখা হয়েছে 2399 টাকা। অর্থাৎ এই প্ল্যান রিচার্জ করতে প্রতিমাসের হিসেবে আপনাকে খরচ করতে হবে 184 টাকা মতো। দৈনিক 6 টাকা করে খরচ হবে গ্রাহকদের। তবে একেবারে ২৩৯৯ টাকা খরচ করে রিচার্জ করে নিলে আখেরে লাভ হবে আপনাদেরই। যার দ্বারা প্রতিমাসে রিচার্জ করতে হবে না। নিশ্চিন্ত থাকতে পারবেন।

উপসংহার

আপনিও যদি রেগুলার রিচার্জ প্ল্যানে মাসে মাসে প্রচুর টাকা খরচ করে ফেলেন, তাহলে এই প্ল্যানে রিচার্জ করেই দেখুন। দারুণ লাভ পেয়ে আপনিও বারবার এই প্ল্যান চাইবেন। বিস্তারিত জানতে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন।

 

আরও পড়ুন:- বর্ষাকালে কলকাতার কোন ৮ এলাকা বিপজ্জনক? কি ব্যবস্থা নিচ্ছে পুরসভা ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন