Bangla News Dunia, Pallab : পাকিস্তানি এক কিশোর দম্পতি ভারতে এসেছিল নতুন ও নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে। তাদের কাছে বৈধ প্রবেশপত্র (ভিসা) ছিল না। কিন্তু শেষরক্ষা হল না। রাজস্থানের জনমানবশূন্য শুকনো মরুভূমিতে পথ হারিয়ে শোচনীয় মৃত্যু হল রবি কুমার (১৭) ও তার স্ত্রী শান্তি বাই (১৫)-এর। রাজস্থানের থর মরুভূমির ভিভিয়ান এলাকায় তৃষ্ণায় তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। শনিবার উদ্ধার হয় দম্পতির নিথর দেহ। রবিবার এই তথ্য জানান জয়সলমেরের পুলিশ সুপার সুধীর চৌধুরী।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল
ঘটনাস্থলের একটি ছবি হৃদয়বিদারক বাস্তব তুলে ধরেছে। মৃত্যুর আগে দম্পতির অসহায়তা ও পিপাসার নীরব সাক্ষী হয়ে রয়েছে রবির মুখের ওপর রাখা খালি জ্যারিক্যান। অনুমান, ওই জ্যারিক্যানেই পাকিস্তান থেকে জল বয়ে এনেছিল রবিরা। কিন্তু মরুভূমিতে ঢুকে পড়ার পর আর খাবার জল পায়নি তারা।
চার মাস আগে সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার মিরপুর মাথেলো শহরে রবি ও শান্তির বিয়ে হয়। ভারতেই ভালোভাবে বসবাসের স্বপ্নে তারা ভিসার আবেদন করলেও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জেরে সেই আবেদন গ্রাহ্য হয়নি। শেষমেশ পরিবারের নিষেধ অমান্য করে রবি সীমান্ত পেরোনোর সিদ্ধান্ত নেয়। সীমান্ত পেরিয়ে মরুভূমিতে দিকভ্রান্ত হয়ে তীব্র জলকষ্টে মারা যায় দু’জনেই।
পুলিশ জানিয়েছে, মরদেহের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সেই নথি নিরাপত্তার খাতিরে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছে একাধিক নিরাপত্তা সংস্থা। হিন্দু পাকিস্তানি উদ্বাস্তু সমিতি ও সীমান্তবাসী সংগঠনের জেলা সমন্বয়ক দিলীপ সিং সোধা জানিয়েছেন, ভারত সরকার মৃতদেহ ফেরত পাঠালে তা গ্রহণ করতে প্রস্তুত জয়সলমেরের আত্মীয়রা। আর না পাঠালে এখানেই হিন্দু রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে।