Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সবথেকে বড় বাজেটের ছবি হতে চলেছে ক্রিশ 4 ৷ কিন্তু মিলছিল না পরিচালক-প্রযোজক ৷ এবার সব সমস্যার সমাধান ৷ বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা হৃতিক রোশন ৷ প্রথমবার অভিনয় ছেড়ে এবার তিনি বসতে চলেছেন বাবা রাকেশ রোশনের চেয়ারে ৷ এবার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন হৃতিক ৷ জানা গিয়েছে, ‘ক্রিশ 4’ পরিচালনা করবেন অভিনেতা নিজেই ৷
অন্যদিকে মিটেছে বাজেটের সমস্যাও ৷ এতদিন বাজেট বেশি হওয়ার কারণে ফ্লোরে আসছিল না সুপারহিরো সিনেমা ৷ জানা গিয়েছে, রাকেশ রোশনের পাশাপাশি এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া ৷ অর্থাৎ যশরাশ ফিল্মস প্রযোজনা করবে ‘ক্রিশ 4’ ৷ এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত নেটিজেন থেকে অনুরাগীরা ৷
আরও পড়ুন:- জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন
এদিন, রাকেশ রোশনও একটি আবেগে ভরা পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ 25 বছর আগে যে অভিনেতাকে তিনি সামনে এনেছিলেন আজ সেই পরিচালকের আসনে বসতে চলেছে ৷ রাকেশ লেখেন, “ডুগ্গু 25 বছর আগেে আমি তোমাকে অভিনেতা হিসাবে সুযোগ দিয়েছিলাম ৷ 25 বছর পর আবারও তোমাকে পরিচালক হিসাবে লঞ্চ করলাম আমি ও আদিত্য চোপড়া ৷ আমাদের স্বপ্নের প্রজেক্ট ক্রিশ 4 তুমি এগিয়ে নিয়ে যাও ৷ তোমার সাফল্য কামনা করি ৷”
আসলে হৃতিক রোশনের সুপারহিরো ছবি ঘিরে দর্শকদের অপেক্ষা দীর্ঘদিনের ৷ কিন্তু পরিচালক পাওয়া যাচ্ছিল না ৷ পাশাপাশি বাজেট নিয়েও ছিল বড় চিন্তা ৷ নানা ইস্যুতে বিশ বাঁও জলে ছিল ‘কৃষ’ ফ্রাঞ্চাইজির এই ছবি ৷ প্রথমে এই ছবি 2023 সালে মুক্তির কথা থাকলেও বাজেটের কারণে তা পিছিয়ে দেওয়া হয় 2026 সাল পর্যন্ত ৷ অবশেষে পরিচালক ও প্রযোজক দুই সমস্যাই মিটেছে ৷
খবর, ‘ক্রিশ 4’ ছবির বাজেট 700 কোটি টাকা অতিক্রম করে গিয়েছে ৷ সেটা যেমন চিন্তার বিষয় ছিল তেমনই আগের মতো এই ছবি রাকেশ রোশন পরিচালনা করবেন না তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ৷ এবার রাকেশ রোশনের জুতোতে পা গলালেন ছেলে হৃতিক ৷
আরও পড়ুন:- ওষুধ ছাড়াই প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে উচ্চ রক্তচাপ কমানোর উপায় জেনে নিন
আরও পড়ুন:- এই ‘ছোট্ট’ ভুলে প্রতিমাসে বাড়ছে ইলেকট্রিক বিল! সমাধান জেনে নিন